ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আলিয়াকেই কেন বেছে নিলেন জানালেন রাজামৌলি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ১১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আলিয়াকেই কেন বেছে নিলেন জানালেন রাজামৌলি

বাহুবলি সিনেমাখ্যাত পরিচালক এস এস রাজামৌলি। জুনিয়র এনটিআর ও রাম চরণকে নিয়ে তিনি নির্মাণ করছেন রুদ্রম রণম রুধিরাম বা ট্রিপল আর। এই সিনেমায় নায়িকা চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে।

কিন্তু আলিয়াকেই কেন বেছে নিলেন এই নির্মাতা? এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে রাজামৌলি বলেন, ‘আমি এমন একজনকে চাইছিলাম যে এনটিআর ও রাম চরণের মতো প্রতিভাশালী অভিনেতাদের মাঝে নিজেকে মেলে ধরতে পারবে। আলিয়া একটু সহজ সরল, নাজুক কিন্তু প্রাণোচ্ছল। এজন্যই তাকে নিয়েছি।’

তিনি আরো বলেন, ‘এই মাসেই আলিয়ার সঙ্গে শুটিংয়ের কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে তা স্থগিত করা হয়েছে। নতুন শিডিউল নিয়ে আবার আলোচনা করতে হবে। তার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।’

আলিয়া ছাড়াও এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন। এই দুই তারকার জন্য সিনেমাটি দর্শকের বাড়তি আগ্রহ তৈরি বলে মনে করেন রাজামৌলি। তিনি বলেন, ‘এরকম বড় পরিসরের সিনেমায় শিল্প ও বাণিজ্যের ভারসাম্য থাকা প্রয়োজন। একটিকে ছাড়া অন্যটি সম্ভব নয়। তাদের তারকাখ্যাতির জন্য গোটা ভারতেই সিনেমাটির আগ্রহ তৈরি হবে।’

কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ট্রিপল আর সিনেমার গল্প। এই সিনেমার বাজেট ৩০০ কোটি রুপি। জুনিয়র এনটিআর, রাম চরণ, আলিয়া ভাট, অজয় দেবগন ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—  রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডির মতো হলিউড তারকারা। আগামী বছর ৮ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়