ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডাক্তার, নার্সদের আজীবন সম্মাননা দেওয়া উচিত: মাহি

প্রকাশিত: ১১:২৯, ২০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডাক্তার, নার্সদের আজীবন সম্মাননা দেওয়া উচিত: মাহি

‘আমি এসি রুমেও পাঁচ মিনিট (পিপিই) পরে থাকতে পারিনি, দম বন্ধ হয়ে আসছিল। যেহেতু সব হাসপাতালে এসির ব্যবস্থা নেই, সেসব হাসপাতালের ডাক্তার, নার্সরা সারাদিন কীভাবে এটা পরে থাকেন আমি চিন্তাও করতে পারছি না। এসব সম্মানিত ডাক্তার, নার্স এবং লাশ বহনকারী ভাইদের আজীবন সম্মাননা দেওয়া উচিত নয় কি?’—এমন প্রস্তাবনাই রেখেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে শত শত মানুষ। এই মৃত্যুর মিছিলে রয়েছে বাংলাদেশের মানুষও। দেশে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর পর থেকেই ঘরের বাইরে যাচ্ছেন না এই নায়িকা।

এর আগে মাহি এক ভিডিও বার্তায় বলেন, ‘করোনাভাইরাসে মৃত একজনের দাফনে তার কোনো আত্মীয়-স্বজন ছিলেন না। সেই খবর পড়ে ভয় পেয়ে আপাতত আর বাইরে বের না হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি একদমই বাসা থেকে বের হই না। পারলে দরজা-জানালাও বন্ধ রাখি। যদিও করোনাভাইরাস আকাশে-বাতাসে ছড়ায় না তবু আমার কাছে মনে হচ্ছে, করোনা জানালা দিয়ে চলে আসবে। এই ভয়টা আমাকে বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে। আমি জনসমাগমে যাব না, লোকজনের সামনে যাব না।’

তিনি আরো বলেন, ‘বাসার নিচে দেখলাম, দোকানে বসে দেদারছে লোকজন খাচ্ছে, আড্ডা দিচ্ছে। আমরা আসলে এখনো ভয় পাইনি। আমার মনে হয়, সবারই একটু ভয় পাওয়া উচিত। সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পাশাপাশি নিয়মিত হাত ধোয়া উচিত।’

সবার প্রতি আহ্বান জানিয়ে মাহিয়া মাহি বলেন, ‘বাসা থেকে বের হবেন না। নিজের বাসায় সাবধানে থাকুন। আমাদের প্রধানমন্ত্রী করোনা মোকাবেলায় অনেক প্রস্তুতি নিয়েছেন। সবাই মিলে সচেতন না হলে তিনি একা কিছু করতে পারবে না। আমরা সবাই সচেতন হবো।’

বর্তমানে মাহির হাতে ‘স্বপ্নবাজি’ ও ‘ব্লাড’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রের কাজ রয়েছে।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়