ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অসচ্ছলদের জন্য শিল্পী সমিতির ইফতার

প্রকাশিত: ১২:১৯, ১ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অসচ্ছলদের জন্য শিল্পী সমিতির ইফতার

চলচ্চিত্রের আঁতুর ঘর খ্যাত বিএফডিসিতে লাইট, ক্যামেরার ঝলকানি নেই। পরিচালকের কণ্ঠেও উচ্চারিত হয় না ‘অ্যাকশন-কাট’। এফডিসি এখন নীরব, নিস্তব্ধ।

এফডিসির মসজিদে নিয়মিত কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়া করা হচ্ছে। নিরাপত্তাকর্মীরাও এফডিসি পাহারা দিয়ে যাচ্ছেন। এ পরিস্থিতিতে তাদের জন্য ও এফডিসির এলাকার আশেপাশের অসচ্ছল মানুষেদের জন্য ইফতারের ব্যবস্থা করছে চলচ্চিত্র শিল্পী সমিতি।

আজ বিএফডিসিতে ইফতার বিতরণের আয়োজন করা হয়। এ সময় শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘এফডিসি বন্ধ থাকলেও এখানে সিকিউরিটি ম্যান, মসজিদের ইমামসহ কিছু লোক আছেন। তাদের জন্য ইফতারের ব্যবস্থা করেছি। এছাড়া এফডিসির আশেপাশে অসচ্ছল খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের জন্যও ইফতারের আয়োজন করা হয়।’

এর আগে একাধিকবার শিল্পী সমিতির পক্ষ থেকে অসচ্ছল শিল্পীদের সহায়তা করা হয়।


ঢাকা/রাহাত সাইফুল/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়