ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনা সংকটে শিল্পী সমিতিতে অর্থ সহায়তা দিলেন যারা

প্রকাশিত: ০৪:১৮, ২০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা সংকটে শিল্পী সমিতিতে অর্থ সহায়তা দিলেন যারা

ছবির কোলাজ

মহামারি করোনার কারণে থমকে গেছে গোটা বিশ্ব। অন্যান্য অঙ্গনের মতো চলচ্চিত্রের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন অসচ্ছল শিল্পীরা। এরই মধ্যে এসব শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন চলচ্চিত্রাঙ্গনের বেশ কয়েকজন তারকা।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে আর্থিক সহযোগিতা করেছেন ফরিদুর রহমান সাগর, মনোয়ার হোসেন ডিপজল, মিশা সওদাগর, কনকচাঁপা, শিল্পী, জায়েদ খান। এছাড়া অভিনেতা সজিব তাহের, নাদের চৌধুরী ও লন্ডন প্রবাসী সেলিম চৌধুরী আর্থিক সহযোগিতা করেছেন। আবার কেউ কেউ নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন।

এ প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান রাইজিংবিডিকে বলেন—‘দেশের এই দুর্যোগে শিল্পীদের সহযোগিতায় যেসব ব্যক্তিরা এগিয়ে এসেছেন, তাদের শিল্পী সমিতি আজীবন স্মরণ করবে। আর্থিক সহযোগিতা ছাড়াও অনেকে খাদ্যদ্রব্য দিয়ে সহযোগিতা করেছেন। তাদের কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি।’

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে অসচ্ছল শিল্পীদের আর্থিক সহযোগিতা করেছে শিল্পী সমিতি। এর মধ্য দিয়ে ষষ্ঠবারের মতো সংকটে থাকা শিল্পীদের সহযোগিতা করে সংগঠনটি।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়