ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঈদে সজলের ১১ নাটক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৪, ২২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঈদে সজলের ১১ নাটক

আব্দুন নূর সজল

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। ঈদ উপলক্ষে পুরো রমজান মাস শুটিং নিয়ে খুব ব্যস্ত সময় পার করেন তিনি। প্রতি ঈদে সজল অভিনীত অন্তত এক থেকে দুই ডজন নাটক টিভিতে প্রচার হয়। কিন্তু করোনার তাণ্ডবে দীর্ঘ দিনের সেই ধারাবাহিকতায় ছেদ পড়েছে।

ঈদুল ফিতরের নাটক-টেলিফিল্মের শুটিং করতে না পারায় এবারের ঈদে সজল অভিনীত মোট ১১টি নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে। এসব নাটক-টেলিফিল্মের কাজ এই সংকটময় পরিস্থিতির আগেই শেষ করেছিলেন তিনি।

এর মধ্যে বৈশাখী টিভিতে ঈদের দিন রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে ‘ব্ল্যাঙ্ক চেক’, ঈদের তৃতীয় দিন সন্ধ্যা সাড়ে ৭টায় মাছরাঙা টিভিতে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘মেঘডুবি’, ঈদের চতুর্থ দিন রাত ৯টায় মাছরাঙা টিভিতে প্রচার হবে ‘যদি আরেকটু সময় পেতাম’, ঈদের পঞ্চম দিন রাত ৯টায় গাজী টিভিতে দেখা যাবে ‘অন্তর্নিহিত ভালোবাসা’, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় মাছরাঙা টিভিতে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘মনে মনে’।

ঈদের ষষ্ঠ দিন রাত ৮টা ১০ মিনিটে বৈশাখী টিভিতে দেখা যাবে ‘গোধূলি লগ্নে’, একই দিন রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে ‘খোলস ভাঙ্গার গল্প’, ঈদের সপ্তম দিন রাত ৮টা ১০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে ‘শেষ হয়েও হল না শেষ’, এটিএন বাংলায় ‘সবুজ রঙের স্বপ্ন’সহ ‘কাগজের বউ’ ও ‘স্পর্শে আছো তুমি’ শিরোনামের আরো দুটি নাটক প্রচার হবে এবারের ঈদে।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়