ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

জীবন আগে আনন্দ পরে: মেহজাবিন

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৩, ২৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জীবন আগে আনন্দ পরে: মেহজাবিন

মেহজাবিন চৌধুরী

এই সময়ের ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় মুখ মেহজাবিন চৌধুরী। বছরজুড়ে তার ব্যস্ততা। ঈদের আগে সেই ব্যস্ততা বেড়ে যায় কয়েকগুন। ক’টি নাটকে অভিনয় করলেন? এভাবে নয়, প্রশ্ন করে জেনে নিতে হয়- এবার সময়ের অভাবে ক’টি নাটকের শিডিউল ছেড়ে দিতে হলো? সেই মেহজাবিন চৌধুরীও স্বেচ্ছা গৃহবন্দী।

উপায় নেই! করোনাকালে এই নিয়তি।

নিয়ম মেনে তবুও এসেছে ঈদ। ঈদের পরিকল্পনা জানতে চাইতেই মেহজাবিন রাইজিংবিডিকে বললেন, ‘আগ্রহ নেই! কারণ উচ্ছ্বাস নেই! তারপরও ঈদ উদযাপন তো করতেই হবে। বাসায় বসে মা-বাবা অর্থাৎ পরিবারের সঙ্গে ঈদ করবো।’

‘ঘরবন্দী ঈদ!’ কথাটি স্মরণ করিয়ে দিতেই মেহজাবিন বললেন, ‘আমি সবসময় বিশ্বাস করি- জীবন আগে, আনন্দ পরে। সেক্ষেত্রে বেঁচে থাকার জন্য যা যা করা প্রয়োজন সেসব কাজ করাটাকে আমি কঠিন মনে করি না। এই পরিস্থিতিতে বাসায় থাকা মানে নিরাপদ থাকা। আর আমিও সে কাজটিই করছি।’

প্রতিবার ঈদের শপিং দেশেই করেন মেহজাবিন। কারণ এ সময় শুটিংয়ের ব্যস্ততা। কিন্তু এবার শপিং করেননি তিনি। শোনা যাচ্ছে সেই অর্থ দুস্থদের মধ্যে বিলিয়ে দেবেন। প্রশ্ন করতেই মেহজাবিন বললেন, ‘শপিং করিনি বলে সেই টাকা অসচ্ছলদের জন্য ব্যয় করতে হবে বিষয়টি এমন নয়। আমার একটি চ্যারিটি ফাউন্ডেশন আছে।  সেখান থেকে এ বিষয়ে কাজ করছি করোনা সংকটের শুরু থেকেই। সমস্যা হলো—এ নিয়ে কথা বলাটা সমীচীন মনে করি না। আমার যতটুকু সাধ্য আছে সেখান থেকে এই পরিস্থিতিতে যা যা করণীয় তাই করার চেষ্টা করেছি এবং সামনেও করবো।’

অনেকদিন তো হলো শুটিং বন্ধ। ঘরে এই সময় কীভাবে কাটছে প্রশ্ন করতেই মেহজাবিন বলেন, ‘ভিডিও সম্পাদনার কাজ শিখছি। কারণ এতে নিজের করা ভিডিওগুলো মনের মতো সম্পাদনা করা যায়। তারপর সেগুলো আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করবো। তাছাড়া সম্পাদনার কাজ জানা থাকলে শুটিংয়ের সময় অভিনয় করতেও সুবিধা হয়।’

এরই মধ্যে বেশ ক’টি ভিডিও নিজেই সম্পাদনা করে ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন মেহজাবিন। সেগুলো প্রশংসিতও হয়েছে। করোনা পরবর্তীতে কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন জানতে চাইলে তিনি বলেন, ‘নিজেদের নিরাপদ রাখার জন্য এখন যেসব সেফটি মেনে চলছি, এসব পরেও যেন অটুট থাকে। কারণ সবসময় করোনাভাইরাস ছড়িয়ে পড়বে তা কিন্তু না। অন্য যেকোনো ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। ভাইরাস ময়লা বা মানুষ থেকেও ছড়াতে পারে। আশা করব, এসব নিয়ে কর্তৃপক্ষ কাজ করবেন। হয়তো করোনা শেষ হয়ে যাবে কিন্তু আবার নতুন কিছু আসতে পারে। এজন্য পরবর্তী সময়ে যে পরিস্থিতি হোক না কেন, আমরা যেন সেটা মোকাবিলা করতে পারি। তার প্রস্তুতি যেন নিয়ে রাখি, এটাই আমার চাওয়া।’


ঢাকা/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়