RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২০ ||  কার্তিক ৭ ১৪২৭ ||  ০৫ রবিউল আউয়াল ১৪৪২

ঈদের শুভেচ্ছা জানালেন বলিউড তারকারা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ২৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঈদের শুভেচ্ছা জানালেন বলিউড তারকারা

বছর ঘুরে আবার এসেছে ঈদুল ফিতর। তবে অন্য বছরের তুলনায় এবার সবার ঈদ একটু ভিন্নভাবেই কাটছে। করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব মেনে চলা, লকডাউনসহ নানা কারণে ঘরে বসে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করছেন সবাই।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদের শুভেচ্ছা পৌঁছে দিচ্ছেন সবাই। বলিউড তারকারাও এই তালিকায় রয়েছেন। চলুন দেখে নিই বলিউড তারকাদের ঈদ শুভেচ্ছা।

বিগ বি অমিতাভ বচ্চন ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক এবং এই শুভ দিনে সবার শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য, বন্ধুত্ব ও ভালোবাসা প্রার্থনা করছি। শান্তির মাধ্যমে আমরা একত্রিত হই এবং ভ্রাতৃত্ব বজায় রেখে আমরা একটি পরিবার হয়ে উঠি।’

মাইক্রোব্লগিং সাইট টুইটারে অভিনেতা অজয় দেবগন লিখেছেন, ‘ঈদ মোবারক। সবার শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপত্তা কামনা করছি।’

ইনস্টাগ্রামে অভিনেতা শাহরুখ খানের একটি ছবি পোস্ট করে তারকা ফটোগ্রাফার দাব্বু রতনানি লিখেছেন, ‘আপনাকে ও আপনার প্রিয়জনকে রাতনানির পক্ষ থেকে ঈদ মোবারক।’

তিন সন্তানের ছবি পোস্ট করে ফারাহ খান লিখেছেন, ‘আবার যেদিন পরস্পরকে আলিঙ্গন করতে পারব ততদিন পর্যন্ত সবাইকে ঈদ মোবারক।’

মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রিয়াঙ্কা চোপড়া ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘বিশ্বের সব জায়গায় যারা ঈদ উদযাপন করছেন সবাইকে ঈদ মোবারক। অনিশ্চিয়তার এই সময়ে আপনার এবং আপনার পরিবারের সুস্থতা, সুখ ও শান্তি কামনা করছি।’

এক টুইটে অভিষেক বচ্চন লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। শান্তি ও ভালোবাসা।’

অভিনেত্রী সোনম কাপুর তার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘আমার ভাই ও বোনেরা ঈদ মোবারক। সুন্দর আগামীর জন্য এই বছর একটু দুর্দশার মধ্যে কাটছে। পুরো রমজান মাস জুড়ে প্রার্থনা করার জন্য ধন্যবাদ। সবার ঈদ সুন্দর হোক।’

মোনাজাতরত অবস্থার একটি ভিডিও ক্লিপ পোস্ট করে ইনস্টাগ্রামে শ্রদ্ধা কাপুর লিখেছেন, ‘ঈদ মোবারক।’

অভিনেতা আয়ুষ্মান খুরানা লিখেছেন, ‘সবার ঈদ সুখ, শান্তি ও আনন্দে কাটুক। বাড়িতে থাকুন, নিরাপদ থাকুন।’

ছোটবেলার ও বর্তমান সময়ের ছবির কোলাজ পোস্ট করে ইনস্টাগ্রামে সারা আলী খান লিখেছেন, ‘ঈদ মোবারক।’

ইনস্টাগ্রামে অভিনেত্রী অনন্যা পান্ডে লিখেছেন, ‘ঈদ মোবারক। সবাইকে অনেক ভালোবাসা, শুভশক্তি, শান্তি ও ভার্চুয়াল আলিঙ্গন পাঠালাম। বাড়িতে থাকুন, নিরাপদ থাকুন।’

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়