ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘ঈদের দিন মাঝ রাতে লং ড্রাইভে গিয়েছিলাম’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ২৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘ঈদের দিন মাঝ রাতে লং ড্রাইভে গিয়েছিলাম’

মাহিয়া মাহি

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে মিলনমেলায় পরিণত হয়। কিন্তু এবারের ঈদের প্রেক্ষাপট ছিল ভিন্ন। করোনার কারণে ঘরে বসেই ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন মানুষ। সংকটময় এই পরিস্থিতিতে অনেকের নতুন পোশাক কেনার সামর্থ্য হয়নি। চিত্রনায়িকা মাহিয়া মাহি ঈদে কোনো কেনাকাটা করেননি। বরং নিজে না কিনে অসচ্ছল আত্মীয়দের অর্থ সহায়তা দিয়েছেন।

মাহিয়া মাহি রাইজিংবিডিকে বলেন, ‘ঈদে কোনো কেনাকাটা করিনি। আমাদের বাজেটের টাকা অসচ্ছল আত্মীয়দের দিয়েছি। প্রত্যেক পরিবারে কিছু অসচ্ছল মানুষ থাকেন। আমার আত্মীয়দের মধ্যে অনেকে আছেন। তাদের একটা তালিকা তৈরি করেছিলাম। সে অনুযায়ী কেনাকাটার বাজেটের টাকা তাদের দিয়েছি।’

ঈদ এলেই নানা পরিকল্পনা করে থাকেন মাহি। কিন্তু এবার ঈদে কোনো পরিকল্পনাই ছিল না তার। মাহি বলেন, ‘ঈদ নিয়ে এবার কোনো পরিকল্পনা ছিল না। চাঁদ রাতে মেহেদি দেওয়া নিয়ে প্রতিবার খুব এক্সসাইটেড থাকি। সেটা এবার ভিন্নভাবে দিয়েছি৷ অর্থাৎ ভিডিও কলে বান্ধবীদের সঙ্গে মেহেদি দিয়েছি। এ সময় সবার বাসায় একই গান বাজানো হয়েছে।’

ঈদের দিন কোথাও ঘুরতে গেয়েছিলেন কিনা জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘বাসায় আব্বু-আম্মু ও  আমি ছাড়া আর কেউ নেই। অপু সিলেটে। অনেকদিন বাসায় থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে। তাই ঈদের দিন মাঝ রাতে লং ড্রাইভে গিয়েছিলাম। কিন্তু গাড়ি থেকে একবারের জন্যে বের হইনি।’

প্রতি ঈদে সালামি পান মাহি। তেমনি আবার সালামি দিয়েও থাকেন। তবে এবার সালামি পাননি। বিষয়টি জানিয়ে মাহি বলেন, ‘প্রত্যেকবার ঈদের সালামি পাওয়া ও দেওয়ার একটা বিষয় থাকে। কিন্তু এবার আর তা হয়নি। ঈদের সালামিটা মিস করেছি।’

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়