ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

দুর্দিনে বেঁচে থাকার গান গাইলেন কবীর সুমন (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ২৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দুর্দিনে বেঁচে থাকার গান গাইলেন কবীর সুমন (ভিডিও)

কবীর সুমন

করোনার প্রকোপে ভারতের পশ্চিমবঙ্গের নাজেল অবস্থা। তার মধ্যে ঘূর্ণিঝড় আম্ফান এসেছে গোদের উপর বিষফোঁড়া হয়ে। ঘূর্ণিঝড় চলে গেলেও রেখে গেছে তার চিহ্ন। এই ঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে গেছে, গৃহহীন হয়েছেন অসংখ্য মানুষ।

এমন দুর্দিনে পশ্চিম বাংলার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন কবীর সুমন। আবারো নিজস্ব ভঙ্গিতে দুঃস্থ-প্রান্তিক মানুষের হয়ে গান গাইলেন তিনি। সুরে সুরে কবীর সুমন বললেন—‘থেকো বাংলার পাশে, সুখে বা যে-কোনো সর্বনাশে/ থেকো বাংলার পাশে, দিনেরাতে আর বারো মাসে।’

কবীর সুমনের গান আজও প্রাসঙ্গিক জীবনের কথা বলে। রোজনামচার এক জীবন্ত দলিলই যেন তার সম্ভার। এবার আম্ফানে বিধ্বস্ত পশ্চিম বাংলার জন্য কলম ধরলেন কবীর সুমন। ভুলে যাও জাতিভেদ, তোমার আমার ভাষার পার্থক্য। সব ভুলে গিয়ে বাংলার পাশে দাঁড়াও। ঠিক এই বার্তাই কবীর সুমন তার গানের মধ্য দিয়ে দিতে চেয়েছেন। গানে গানে তিনি বলেছেন—‘তোমার আমার ভাষার কসম, কথার কসম সুরের টানে।’ এও মনে করিয়েছেন যে, ‘তুফানের পর তুফান আসুক… আমার বাংলা বাঁচতে জানে…।’

গানটির কথা লিখেছেন কবীর সুমন। সুর করেছেন খ্যাতনামা সেতার বাদক হরশঙ্কর ভট্টাচার্য। তিনিই গানের কথা শুনে কবীর সুমনকে একটি ‘গৎ’ হোয়াটসঅ্যাপে পাঠান। সেই সুরের ভিত্তিতেই কবীর সুমন গানটি গেয়েছেন।

দেখুন:

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়