ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাদাত হোসাইনের চলচ্চিত্র এবার টিভিতে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৮, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সাদাত হোসাইনের চলচ্চিত্র এবার টিভিতে

শুটিং সেটে সাদাত হোসাইন

সময়ের পাঠকপ্রিয় তরুণ লেখক সাদাত হোসাইনের প্রথম চলচ্চিত্র ‘গহীনের গান’। গত বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এটি। ঈদুল ফিতর উপলক্ষে এবার চলচ্চিত্রটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে। আগামীকাল দুপুর ২টা ১০ মিনিটে আরটিভিতে এটি প্রচার হবে।

চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক এনামুল হক বলেন, ‌‘সব শ্রেণি-পেশার মানুষ এখন ঘরে বসে সময় কাটাচ্ছেন। টেলিভিশনের বিপুল দর্শককে একটি নান্দনিক চলচ্চিত্র উপহার দিচ্ছি আমরা। আমাদের বিশ্বাস, সিনেমা হলের দর্শকদের পাশাপাশি এবার ড্রয়িংরুমকেন্দ্রিক দর্শকদের কাছেও প্রশংসিত হবে এটি।’

নয় ঘরানার নয়টি গানের ওপর ভিত্তি করে ‘গহীনের গান’ চলচ্চিত্রের চিত্রনাট্যও রচনা করেছেন সাদাত হোসাইন। সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন আসিফ। এটি তার অভিনীত প্রথম চলচ্চিত্র। অভিষেক চলচ্চিত্র নিয়ে আসিফ আকবর বলেন, ‘বাংলাঢোলের আন্তরিক প্রচেষ্টায় চলচ্চিত্রে অভিনয় করেছি। এটি গড়পড়তা কোনো সিনেমা নয়। আমার বিশ্বাস, এটি সবার মন ছুঁয়ে যাবে।’

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—সৈয়দ হাসান ইমাম, তমা মির্জা, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ, তুলনা প্রমুখ।

বাংলাঢোল প্রযোজিত এ চলচ্চিত্র নিয়ে নির্মাতা সাদাত হোসাইন বলেন, ‘উপযুক্ত একটি সময়ে চলচ্চিত্রটির টিভি প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিভিন্ন কারণে যারা হলে যেতে পারেননি, তারা এবার এটি উপভোগ করতে পারবেন।’

এতে ব্যবহৃত নয়টি গানের বেশির ভাগই রচনা, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুণ মুন্সী। দুটি গান লিখেছেন রাজীব আহমেদ এবং একটি লিখেছেন পরিচালক নিজে। ‘বন্ধু তোর খবর কি রে’ গানটির সুর করেছেন পল্লব স্যানাল ও সংগীত পরিচালনা করেছেন পার্থ মজুমদার।

দেখুন:

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়