ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

অর্ধ যুগ পর অন্তর্জালে ‘টেলিভিশন’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অর্ধ যুগ পর অন্তর্জালে ‘টেলিভিশন’

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত সিনেমা ‘টেলিভিশন’। ২০১৩ সালের শুরুতে মুক্তি পায় এটি। তারপর কেটে গেছে দীর্ঘ ৭ বছর। দীর্ঘ সময় পর অন্তর্জালে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আগামী ৫ জুন ভারতীয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ‘হইচই’-এ মুক্তি পাবে এটি। হইচই-এর বাংলাদেশ কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন।

‘টেলিভিশন’ সিনেমার কাহিনি যৌথভাবে রচনা করেন আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকী। বিভিন্ন চরিত্র রূপায়ন করেন—মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, কাজী শাহীর হুদা রুমী, শামীম শাহেদ, মুকিত মজুমদার প্রমুখ। যৌথভাবে এটি প্রযোজনা করেছে ছবিয়াল, স্টার সিনেপ্লেক্স ও মোগাদর ফিল্ম (জার্মানি)।

সিনেমাটির নির্মাণের সময়ই গুটেনবার্গ ফিল্ম ফেস্টিভ্যালে চিত্রনাট্যের জন্য পুরস্কার লাভ করে। মুক্তির আগেই জিতে নেয় ২০১২ সালের এশিয়ান সিনেমা ফান্ড ফর পোস্ট প্রোডাকশন পুরস্কার। ৮৬তম একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) এর বিদেশি ভাষার সিনেমা প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সিনেমাটিকে বাংলাদেশ থেকে মনোনয়ন দেওয়া হয়।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়