ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

শুটিং করতে গিয়ে কোয়ারেন্টাইনে ‘অ্যাভাটার’ টিম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শুটিং করতে গিয়ে কোয়ারেন্টাইনে ‘অ্যাভাটার’ টিম

শুটিং করতে নিউজিল্যান্ড পৌঁছেছে ‘অ্যাভাটার’ সিনেমার টিম। তবে তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

গত রোববার এয়ার নিউজিল্যান্ড ড্রিমলাইনার চার্টার প্লেনে ওয়েলিংটনে পৌঁছায় পরিচালক জেমস ক্যামেরন, প্রযোজক জন ল্যানডাউসহ ৫০ জন সিনেমাকর্মী। বর্তমানে কিউ টি হোটেলে অবস্থান করছেন তারা। কোয়ারেন্টাইন পিরিয়ড পার হলে কাজ শুরু করবে টিম।

প্রযোজক জন ল্যানডাউ ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘নিউজিল্যান্ডে পৌঁছেছি। আমাদের ১৪ দিনের স্বেচ্ছায় আইসোলেশনের সরকারি পর্যবেক্ষণ শুরু হয়েছে।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় লকডাউন ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। পাশাপাশি সকল প্রকার শুটিংয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর ফলে গত মার্চের মাঝামাঝি থেকে ‘অ্যাভাটার’ সিনেমার সিক্যুয়েলের শুটিং বন্ধ হয়ে যায়। সম্প্রতি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে আবার শুটিং শুরুর পরিকল্পনা করেন জেমস ক্যামেরন।

বর্তমানে ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাভাটার’ সিনেমার চারটি সিক্যুয়েলের নির্মাণ কাজ চলছে। এতে ব্যয় হচ্ছে ১ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৫২৮ কোটি টাকা। চার সিক্যুয়েলের মধ্যে ২০২১ সালের ১৭ ডিসেম্বর ‘অ্যাভাটার-টু’ সিনেমা মুক্তির কথা রয়েছে। তবে করোনার কারণে তারিখ পরিবর্তন হতে পারে। এরপর ২০২৩ সালের ডিসেম্বর ‘অ্যাভাটার-থ্রি’, ২০২৫ সালের ডিসেম্বরে ‘অ্যাভাটার-ফোর’ ও ২০২৭ সালের ডিসেম্বরে ‘অ্যাভাটার-ফাইভ’ মুক্তির কথা রয়েছে।

টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্সের ব্যানারে তৈরি হচ্ছে ‘অ্যাভাটার’ সিক্যুয়েল। এখন পর্যন্ত এই স্টুডিওর ব্যানারে নির্মিত সবচেয়ে খরুচে সিনেমা সিরিজ হতে যাচ্ছে এটি। এতে অভিনয় করছেন জো সালদানা, স্যাম ওর্থিংটন, সিগোর্নি ওয়েভার, স্টেফেন লাং, কেট উইন্সলেট, ভিন ডিজেল প্রমুখ। জেমস ক্যামেরনের সঙ্গে সিনেমার চিত্রনাট্য লিখেছেন জশ ফ্রাইডম্যান, রিক জাফা, অ্যামান্ডা সিলভার এবং শেন সেলার্নো।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়