Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জুলাই ২০২১ ||  শ্রাবণ ১৪ ১৪২৮ ||  ১৬ জিলহজ ১৪৪২

চুমু দিয়ে তামাশার ঝলক দেখালেন নোবেল (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৩, ৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চুমু দিয়ে তামাশার ঝলক দেখালেন নোবেল (ভিডিও)

প্রকাশিত ভিডিওর দৃশ্যে নোবেল ও সালসাবিল

কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল তার পরবর্তী ‘তামাশা’ গানের প্রচারের জন্য নানা বিতর্কের জন্ম দিয়েছেন এমনটাই দাবি তার।

কয়েকদিন আগে জানা যায়, গানটির ভিডিওতে মডেল হয়েছেন নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ। এরই মধ্যে শুটিংয়ের কাজ শেষ করেছেন তারা। এবার গানের ভিডিওর একটি চুম্বন দৃশ্য প্রকাশ করলেন নোবেল। ৬ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে স্ত্রীকে চুম্বন করতে দেখা যায়। ক্যাপশনে লিখেছেন—খুব শিগগির তামাশার ট্রেইলার আসছে।

স্বামীর গানের ভিডিওতে মডেল হতে পেরে ভীষণ খুশি সালসাবিল। উচ্ছ্বাস প্রকাশ করে সালসাবিল বলেন—কোনো দিন ভাবিনি গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করব। খুব ভালো লাগছে। দেখা যাক কাজটি শেষ হলে আমাকে পর্দায় কেমন দেখায়। দেখার অপেক্ষায় আছি।

অন্যদিকে নোবেল বলেন, প্রথম মৌলিক গানের শুটিং বৃহৎ পরিসরে করতে চেয়েছিলাম। কিন্তু করোনা পরিস্থির কারণে ছোট পরিসরে বাসাতেই শুটিং করেছি। গানে বউকে মডেল করেছি। এতে করে মিউজিক ভিডিওর মডেলের খরচটাও বেঁচে গেল। সবচেয়ে বড় কথা, আমার প্রথম মৌলিক গানে আমরা দুজনই থাকলাম।

‘তামাশা’ গানটির কথা ও সুর করেছেন জিহান। সংগীত করেছে নোবেলম্যান টিম। মিক্সমাস্টারিং ইমন চৌধুরীর। ভিডিওটি নির্মাণ করছেন নাজমুল হাসান। আগামী ৭ জুন নোবেলের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।

দেখুন:


ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়