ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বলিউডে স্বজনপ্রীতি বিতর্কে যা বললেন আলিয়ার মা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৪, ২৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বলিউডে স্বজনপ্রীতি বিতর্কে যা বললেন আলিয়ার মা

সোনি রাজদান ও আলিয়া ভাট

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডে স্বজনপ্রীতির বিষয়টি নতুন করে আলোচনায়। ভক্তদের ধারণা, স্বজনপ্রীতির কারণেই বিষণ্নতায় ভুগতেন তিনি। এজন্যই প্রাণ হারাতে হয়েছে এই অভিনেতাকে। এরপর থেকেই আলিয়া ভাট, সোনম কাপুরসহ তারকা সন্তানদের নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

সম্প্রতি স্বজনপ্রীতি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী আলিয়া ভাটের মা সোনি রাজদান। পরিচালক হ্যানসাল মেহতার টুইটের পরিপ্রেক্ষিতে এক টুইটে এ বিষয়ে কথা বলেন তিনি।

পরিচালক হ্যানসাল মেহতা তার এক টুইট লেখেন, ‘এই স্বজনপ্রীতি নিয়ে আলোচনা আরো খোলামেলা হওয়া উচিত। আমার ছেলে এই জগতে পা রেখেছে আমার জন্য। কেন রাখবে না? সে আমার সেরা কাজের অংশ হওয়ার যোগ্য। কারণ প্রতিভা, শৃঙ্খলতা, পরিশ্রমি মনোভাব এবং আমার ভেতর যে মূল্যবোধ সেটি তার মধ্যেও রয়েছে। শুধু আমার ছেলে বলে সে এখানে টিকে নেই।’

অপর এক টুইটে তিনি লেখেন, ‘আমি প্রযোজনা করব বলেই সে সিনেমা নির্মাণ করবে তা নয়। আমি নাও করতে পারি। কিন্তু তার সিনেমা নির্মাণ করার যোগ্যতা রয়েছে। টিকে থাকতে পারলেই তার ক্যারিয়ার হবে। নিজের ক্যারিয়ার গড়ার বিষয়টি সম্পূর্ণ তার ওপর নির্ভর করছে, তার বাবা ক্যারিয়ার গড়ে দেবে না। তার সফলতা ও ব্যর্থতায় সার্বক্ষণিক আমার ছায়া থাকবে।’

হ্যানসাল মেহতার এই টুইটের পরিপ্রেক্ষিতে সোনি রাজদান বলেন, ‘কে কার সন্তান এটি ভেবেই মানুষ এত বেশি প্রত্যাশা করে। আর এখন যারা স্বজনপ্রীতি নিয়ে বক্তৃতা দিচ্ছে একদিন তাদের সন্তান হবে। তখন যদি তারা ইন্ডাস্ট্রিতে নাম লেখাতে চায়? তারা কী বাধা দেবে?’

এরপর সোনি রাজদানের টুইটের উত্তরে হ্যানসাল মেহতা লেখেন, ‘এই বিতর্ক শুধু কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। সবার ভালোর জন্য নয়। স্বজনপ্রীতি দূর করার আগে কপটতা ও মানুষের নজর কাড়ার মানসিকতা দূর করার বিষয়ে কাজ করতে হবে। অন্যের অনিষ্ট করা বন্ধ করতে হবে। যারা এগুলো করে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যারা প্রতিভাবান তাদের বিরুদ্ধে নয়।’

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়