ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হিরো আলমের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ 

প্রকাশিত: ০৯:০৯, ২৮ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হিরো আলমের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ 

হিরো আলমের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (২৭ জুন) রাজধানীর হাতিরঝিল থানায় শারমীন আক্তার সাথী নামে এক তরুণী এই অভিযোগ করেন। এ বিষয়ে সাধারণ ডায়েরি করেন তিনি। তার ডায়েরি নম্বর ১১৭২।

এই তরুণীর দাবি, তাকে সোশ্যাল মিডিয়ায় অনৈতিক প্রস্তাব ও প্রাণনাশের হুমকি দিয়েছেন হিরো আলম।

সাথী অভিযোগ করে বলেন, ‘হিরো আলম বগুড়া নামে ফেসবুক থেকে একাধিকবার আমার ফেসবুকে অশ্লীল ভাষায় বিভিন্ন কুপ্রস্তাব দিতে থাকেন। আমাকে বিভিন্নভাবে সমাজের কাছে হেয় করার জন্য চেষ্টা চালিয়ে যান। বিষয়টি নিয়ে মুখ খুললে আমার উপর ক্ষিপ্ত হয়ে হিরো আলম আমাকে ফোন করে প্রাণনাশের হুমকি দিতে থাকেন।’

তবে এই বিষয়টি মিথ্যা বলে উড়িয়ে দেন হিরো আলম। তিনি বলেন, ‘কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমনটা করেছে। ওটা আমার ফেসবুক আইডি নয়। আমার ফেসবুক আইডির নাম হিরো আলম বগুড়া। আর মেসেজ গিয়েছে হিরো আলম নামের আইডি থেকে।’

প্রকৃত নাম আশরাফুল আলম হলেও সবাই তাকে ‘হিরো আলম’ নামেই চেনেন। বড় পর্দায় তার বিশেষ কোনো কাজ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। পাশাপাশি মিউজিক ভিডিওতে কাজ করেন।

 

ঢাকা/রাহাত সাইফুল/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়