ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে প্রকাশক লুৎফর রহমানের মৃত্যু

সাহিত্য ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে প্রকাশক লুৎফর রহমানের মৃত্যু

সৃজনশীল বইয়ের প্রকাশক সন্দেশ প্রকাশনীর কর্ণধার লুৎফর রহমান (৬০) আর নেই।

আজ শনিবার সকাল ১১টায় রাজধানীর মগবাজারে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ।

লুৎফর রহমান মগবাজারে থাকতেন। তার স্ত্রী চিকিৎসক, তিনি মালয়েশিয়া থাকেন। দুই ছেলে-মেয়ে তারাও দেশের বাহিরে থাকেন। লুৎফর রহমানের ঠান্ডা ও শ্বাসকষ্ট ছিল। তবে করোনাভাইরাস ছিল কিনা তা জানা সম্ভব হয়নি বলে জানান ভাষাচিত্রের কর্ণধার খন্দকার সোহেল।

সিলেটের গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হবে বলে জানা যায়। দীর্ঘ ২৫ বছর ধরে তিনি প্রকাশনা জগতে ছিলেন। তিনি বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির তথ্যপ্রযুক্তি, প্রশিক্ষণ ও আন্তর্জাতিক বিষয়ক পরিচালক ছিলেন।


ঢাকা/রাহাত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়