ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তিন মাস পর আমানের ‘গৃহযুদ্ধ’

প্রকাশিত: ০৭:০৯, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
তিন মাস পর আমানের ‘গৃহযুদ্ধ’

চিত্রনায়ক আমান রেজা নিয়মিত নাটক সিনেমায় কাজ করছেন। এ পর্যন্ত প্রায় ৩০টি সিনেমায় কাজ করেছেন তিনি। এর মধ্যে ২০টি সিনেমা মুক্তি পেয়েছে। 

করোনার কারণে অন্য সবার মতো তিনিও ঘরবন্দি ছিলেন। দীর্ঘ তিনমাস পর আবারো কাজে ফিরেছেন এই অভিনেতা।

সম্প্রতি ‘গৃহযুদ্ধ’ নামে একটি নাটকের কাজ শেষ করেছেন আমান রেজা। রুহুল আমিন পথিকের গল্পে নাটকটি পরিচালনা করেছেন কাজী সোহাগ। এতে আমান রেজার বিপরীতে অভিনয় করেছেন মানসি প্রকৃতি।

আমান রেজা রাইজিংবিডিকে বলেন—দীর্ঘ তিনমাস ঘরবন্দি ছিলাম। কোনো শুটিং করা হয়নি। তিনমাস পর দুটি নাটকের শুটিং করেছি। নাটকের গল্প দারুণ। আশা করছি দর্শক নাটক দুটি পছন্দ করবেন।

করোনার এই সময়ে শুটিং করা অনেক ঝুঁকির বিষয়। কিন্তু স্বাস্থ্যবিধি মেনেই নাটকের শুটিং করেছেন বলে জানিয়েছেন আমান রেজা।

‘গৃহযুদ্ধ’ ছাড়াও একই পরিচালকের ‘হোম কোয়ারেন্টাইন’ নামে একটি নাটকের কাজ শেষ করেছেন আমান রেজা। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন রিমি করিম। দুটি নাটক নাগরিক টেলিভিশনে প্রচার হবে বলে জানা যায়।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়