Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ১৩ জুন ২০২১ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪২৮ ||  ০১ জিলক্বদ ১৪৪২

সুশান্তর শেষ সিনেমার ট্রেইলার প্রকাশ (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সুশান্তর শেষ সিনেমার ট্রেইলার প্রকাশ (ভিডিও)

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। কিছুদিন আগে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ অভিনেতার শেষ সিনেমা ‘দিল বেচারা’। স্বাভাবিকভাবেই সিনেমাটির মুক্তির অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।

এদিকে সোমবার বিকেলে মুক্তি পেয়েছে সুশান্ত অভিনীত এ সিনেমার ট্রেইলার। দুই মিনিট ৪৩ সেকেন্ড দৈর্ঘ্যের এ ট্রেইলারে চঞ্চল সুশান্তকে দেখা যায়। ট্রেইলারটি প্রকাশের আধা ঘণ্টার মধ্যে প্রায় আড়াই লাখবার দেখা হয়েছে। 

আগামী ২৪ জুলাই ডিজনি প্লাস হটস্টার-এ স্ট্রিমিং মুক্তি পাবে সিনেমাটি। মুকেশ ছাবরা পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন—সানজানা সাংঘাই, সাইফ আলী খান প্রমুখ। সাবস্ক্রাইবার ও নন- সাবস্ক্রাইবার সবাই সিনেমাটি দেখতে পাবেন বলে জানা গেছে।

‘দিল বেচারা’ সিনেমাটি তৈরি হয়েছে ২০১৩ সালে প্রকাশিত জন গ্রিনের সর্বাধিক বিক্রিত বই ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স; অবলম্বনে। গত ৮ মে মুক্তির কথা থাকলেও করোনাভাইরাসের প্রকোপে তা সম্ভব হয়নি।
দেখুন:

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়