Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০২ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৮ ১৪২৮ ||  ২৫ রবিউস সানি ১৪৪৩

‘নায়কের প্রেমিকার অপছন্দ হওয়ায় বাদ পড়েছি’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘নায়কের প্রেমিকার অপছন্দ হওয়ায় বাদ পড়েছি’

রাভিনা ট্যান্ডন

এক সময়ের সাড়া জাগানো বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। এই অভিনেত্রী জানিয়েছেন, নায়কের প্রেমিকার অপছন্দ হওয়ায় সিনেমা থেকে বাদ পড়েছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে রাভিনা বলেন, ‘আমি সিনেমার মহরতে অংশ নেওয়ার জন্য পোশাক ডিজাইনের সঙ্গে আলোচনা করছিলাম। সন্ধ্যায় অনুষ্ঠান ছিল, বিকাল ৪টায় আমি ফোন পাই আমাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে এবং আমাকে চুক্তির টাকাও ফেরত দিতে হয়। নায়কের প্রেমিকার অপছন্দ হওয়ায় বাদ পড়েছি।’

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিপাড়ায় স্বজনপ্রীতির বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন এটিকে আলোচনার বস্তুতে পরিণত করা বন্ধ করুন। আপনি কাউকে দোষারোপ করতে পারেন না, সিনেমা ইন্ডাস্ট্রিকেও নয়। সবার উচিত বুদ্ধিমত্তার সঙ্গে চিন্তা করা। এর ফলে প্রয়াত এই ছেলেটির আরো ক্ষতি হচ্ছে।’

হোয়াটঅ্যাপে ছড়িয়ে পড়া একটি পোস্টের কথা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘করন জোহর ইচ্ছাকৃতভাবে সুশান্তকে নিয়ে খারাপ সিনেমা নির্মাণ করেছেন, যাতে করে তার ক্যারিয়ার নষ্ট করতে পারে। প্রযোজক একজন অভিনেতাকে কেন কোটি কোটি রুপি দেবেন, তাকে চুক্তিবদ্ধ করবেন এবং একটি বাজে সিনেমা নির্মাণ করে তার বাকি অর্থের ঝুঁকি নেবেন? অর্থ, সময়, শ্রম নষ্ট করে একজন কেন নিজের সিনেমার ক্ষতি করবেন? এই অভিযোগগুলো সত্যিই অদ্ভুত!’

তবে রাভিনা জানান, বলিউডে এমন কিছু মানুষ রয়েছে, যারা অন্যের ব্যর্থতা চান। তিনি বলেন, ‘আমি মানি, রাজনীতি আছে। ভালো-মন্দ দুই রকম মানুষই রয়েছেন। আমার টুইটেও এই বিষয়ে লিখেছি। খারাপ মানুষেরা অন্যের ব্যর্থতার পরিকল্পনা করে। আমি এর শিকার হয়েছি। তারা আপনার ব্যর্থতা দেখতে এবং সিনেমা থেকে বাদ দিতে চায়। অনেকটা ক্লাসরুম পলিটিক্সের মতো। তারা নোংরা খেলায় জড়িত। কিন্তু এরকম মানুষ সব জায়গাতে রয়েছে। আমরা গ্ল্যামারাস কাজ করি এবং এটি প্রতিযোগিতাপূর্ণ, এজন্য আলোচনা বেশি হয়।’

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়