ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

করোনায় আক্রান্ত সংগীতশিল্পী সেলিম চৌধুরী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৫, ৮ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় আক্রান্ত সংগীতশিল্পী সেলিম চৌধুরী

সেলিম চৌধুরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সংগীতশিল্পী সেলিম চৌধুরী। বর্তমানে সিলেটের নর্থস্টার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সেলিম চৌধুরী জানান, গত ৪ জুলাই কোভিড-১৯ পরীক্ষার নমুনা দেন। ৬ জুলাই জানতে পারেন তার করোনা পজিটিভ। তবে বর্তমানে শারীরিকভাবে অনেকটা ভালো আছেন বলে জানিয়েছেন এই শিল্পী।

গত ১১ মার্চ সেলিম চৌধুরী তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে চলে যান। ব্যক্তিগত জীবনে সেলিম চৌধুরী এখনো অবিবাহিত। এক বোন ও আত্মীয়-স্বজন তার দেখাশোনা করছেন।

১৯৮৯ সালে প্রকাশিত হয় সেলিম চৌধুরীর প্রথম অ্যালবাম ‘কবিতার মতো চোখ যে তোমার’। রাধারমণ দত্ত, হাসন রাজা, শাহ আবদুল করিমের গান কণ্ঠ তুলে পরিচিতি লাভ করেন এই শিল্পী।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়