ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘বাবা এখন করোনা মুক্ত’

প্রকাশিত: ০৭:২৪, ৮ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘বাবা এখন করোনা মুক্ত’

করোনা সংক্রমণ রোধে দীর্ঘ দিন ঘরে ছিলেন প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। বরং গত মাসে করোনায় আক্রান্ত হন ৭৭ বছর বয়েসি এই অভিনেতা।

তবে আশার কথা হলো ১৪ দিন চিকিৎসা শেষে করোনা জয় করে বাসায় ফিরেছেন এই অভিনেতা। তিনি এখন করোনা মুক্ত বলে রাইজিংবিডিকে জানিয়েছেন তার ছেলে মিঠুন মিত্র।

মিঠুন মিত্র বলেন—গত ২৩ জুন করোনায় আক্রান্ত হলে রাজধানীর হেল্প অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করি। নিয়ম মেনে সেখানে ১৪ দিন থাকার পর রিপোর্ট নেগেটিভ আসে। বাবা এখন করোনা মুক্ত। গত ৬ জুলাই বাসায় নিয়ে এসেছি। এখন তিনি সম্পূ্র্ণ সুস্থ আছেন।

থিয়েটারের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন প্রবীর মিত্র। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘চাবুক’, ‘সীমার’, ‘তীর ভাঙা ঢেউ’, ‘শেয়ানা’ প্রভৃতি।

শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ দিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন প্রবীর মিত্র।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়