ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কাটাপ্পা চরিত্রে সঞ্জয়কে চেয়েছিলেন রাজামৌলি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৬, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কাটাপ্পা চরিত্রে সঞ্জয়কে চেয়েছিলেন রাজামৌলি

এসএস রাজামৌলি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘বাহুবলি: দ্য বিগিনিং’। শুক্রবার (১০ জুলাই) এই সিনেমা মুক্তির পাঁচ বছর পূর্ণ হয়েছে।

সিনেমাটি মুক্তির পর কাটাপ্পা চরিত্রটি বেশ সাড়া ফেলে। সিনেমায় কাটাপ্পা কেন বাহুবলিকে হত্যা করেছিল— এই প্রশ্ন ছিল সবার মুখে মুখে। এই চরিত্রে অভিনয় করেন বর্ষীয়ান তামিল অভিনেতা সত্যরাজ।

কিন্তু কাটাপ্পা চরিত্রে সত্যরাজ নয় বরং বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে চেয়েছিলেন রাজামৌলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন ‘বাহুবলি’ সিনেমার চিত্রনাট্যকার ও রাজামৌলির বাবা ভি বিজয়েন্দ্র প্রসাদ।

তিনি জানান, শুরুতে কাটাপ্পা চরিত্রে সঞ্জয়কে ভাবা হয়। কিন্তু এই অভিনেতা কারাগারে থাকায় সিনেমাটিতে অভিনয় করতে পারেননি। পরবর্তী সময়ে সত্যরাজকে নেওয়া হয়।

ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘বাহুবলি’। মুক্তির পর বেশ কিছু রেকর্ড ভাঙে এটি। ভারতের বাহিরেও সিনেমাটি সাড়া ফেলে। এটির কেন্দ্রীয় চরিত্রে আরো অভিনয় করেন— প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, রামায়া কৃষ্ণা, নাসের প্রমুখ।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়