ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ও-নেগেটিভ রক্তের প্রয়োজনে রাস্তায় তারা

প্রকাশিত: ০৯:০৮, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ও-নেগেটিভ রক্তের প্রয়োজনে রাস্তায় তারা

কয়েকদিন পরেই ঈদুল আজহা। প্রতিবছর এই সময়ে নাটক নির্মাণের ধুম পরে যায় শুটিং স্পটগুলোতে। করোনা সংক্রমণের কারণে এবার তুলনামূলকভাবে নাটকের শুটিং কম হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে কেউ কেউ শুটিং করছেন। নাট্যনির্মাতা বিইউ শুভ কোরবানী ঈদকে সামনে রেখে নির্মাণ করেছেন ‘প্রেমের জন্য পৃথিবী’ নামের নাটক।

গতকাল রাজধানীর বনানীতে এর দৃ্শ্যধারণ সম্পন্ন হয়। সেজান নূরের রচনায় নাটকটিতে অভিনয় করেছেন কল্যান কোরাইয়া, মৌসুমী হামিদ, নজরুল রাজসহ অনেকে। আসছে ঈদে এটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার করা হবে বলে রাইজিংবিডিকে জানান এর নির্মাতা। 

এ নাটকের গল্পে দেখা যাবে মৌসুমী হামিদ একটি অফিসে চাকরি করেন। তার বস কল্যান কোরাইয়া। তিনি মৌসুমী হামিদকে পছন্দ করেন। এদিকে একদিন তাদের অফিসের এক কর্মচারী অসুস্থ হয়ে পড়ে। তার ও-নেগেটিভ রক্তের প্রয়োজন। রক্তের খোঁজে রাস্তায় নামে কল্যান ও মৌসুমী হামিদ। রক্ত খুঁজতে গিয়ে রাস্তায় বের হতেই ধাক্কা লাগে নজরুল রাজের সঙ্গে। নজরুলের হাতে থাকা ফাইল রাস্তায় পড়ে যায়। ফাইলে থাকা সিভিতে দেখা যায় তার রক্তের গ্রুপ ও-নেগেটিভ। এর পরে ঘটতে থাকে নানান ঘটনা। এভাবেই এর গল্প এগিয়ে যায়।

 

ঢাকা/রাহাত সাইফুল/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়