ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তোমার কারণে ভালোবাসায় বিশ্বাস করতে শিখেছি: রিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪১, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
তোমার কারণে ভালোবাসায় বিশ্বাস করতে শিখেছি: রিয়া

না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মঙ্গলবার (১৪ জুলাই) তার মৃত্যুর এক মাস পূর্ণ হয়েছে।

এইদিন সুশান্তকে নিয়ে ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেছেন তার কথিত প্রেমিকা রিয়া চক্রবর্তী। সুশান্তের সঙ্গে দুটি ছবি পোস্ট করে এই অভিনেত্রী লিখেছেন, ‘এখনো আমার আবেগ নিয়ন্ত্রণ করতে পারছি না। আমার হৃদয়ে এখনো অপূরণীয় অসাড়তা। তোমার কারণে ভালোবাসায় বিশ্বাস করতে শিখেছি, এর শক্তি সম্পর্কে জানতে পেরেছি। তুমি আমাকে শিখিয়েছো কীভাবে একটি গণিত সমীকরণ থেকে জীবনের অর্থ জানা যায় এবং আমি প্রতিজ্ঞা করেছিলাম, তোমার কাছ থেকে এটি প্রতিদিন শিখব। কিন্তু এ বিষয়ে তোমার কাছে আর শিখতে আসব না।’

সুশান্তকে তার কাছে ফিরে পেতে চান জানিয়ে তিনি লিখেছেন, ‘আমি জানি, তুমি এখন আরো বেশি শান্তির জায়গায় আছো। চাঁদ, তারা, সৌরজগত সাদরে তাদের ‘সেরা পদার্থবিদকে’ স্বাগত জানিয়েছে। আবেগ ও উচ্ছ্বাসের সঙ্গে তুমি আকাশের খসে পড়া তারা দেখতে— এখন তুমি তাদেরই একজন। অপেক্ষায় আছি, আমিও খসে পড়া তারা দেখে তোমাকে ফিরে পাওয়ার ইচ্ছা করব। একজন চমৎকার মানুষের যা থাকা প্রয়োজন সবই তোমার মধ্যে ছিল। পৃথিবীর প্রতিভাধরদের একজন ছিলে। আমাদের মধ্যে ভালোবাসা ভাষায় প্রকাশ করতে পারব না। আমার মতে, তুমি সত্যিই বলতে, এটা আমাদের দুজনের উর্ধ্বে বিশেষ কিছু।’

এই অভিনেত্রী লিখেছেন, ‘তুমি সবকিছু অন্তর থেকে ভালোবাসতে এবং এখন আমাকে দেখাচ্ছো, আমাদের ভালোবাসা কতটা গভীর। শান্তিতে থাকো সুশি। ৩০ দিন হলো তোমাকে হারিয়েছি কিন্তু আজীবন তোমাকে ভালোবাসব। চিরদিনের এই সম্পর্কে কোনো সীমা নেই।’

সুশান্ত-রিয়ার প্রেমের বিষয়টি বলিপাড়ায় প্রায় সকলের জানা। প্রায়ই বিভিন্ন স্থানে একসঙ্গে দেখা যেতো তদের। এমনকি তারা বিয়ের পরিকল্পনা করেছিলেন বলেও শোনা যায়। সুশান্তের শেষকৃত্যেও হাজির ছিলেন তিনি। এরপর থেকে নিজেকে আড়ালে রেখেছেন এই অভিনেত্রী। 

এদিকে সুশান্তের মৃত্যুর বিষয়টি তদন্ত করছে মুম্বাই পুলিশ। এ বিষয়ে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে রিয়া চক্রবর্তীও রয়েছেন।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়