ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হিরো আলমের বিরুদ্ধে জুনিয়র মিশার মামলা

প্রকাশিত: ১২:৪১, ২৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হিরো আলমের বিরুদ্ধে জুনিয়র মিশার মামলা

আলোচিত-সমালোচিত অভিনেতা হিরো আলমের বিরুদ্ধে মামলা করেছেন জুনিয়র আর্টিস্ট নয়ন মণ্ডল ওরফে জুনিয়র মিশা।

শুটিংয়ের পারিশ্রমিক না দিয়ে মারধরের অভিযোগে গতকাল (২৩ জুলাই) ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে এ মামলা দায়ের করেন তিনি।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

জুনিয়র মিশার আইনজীবী মকিম মণ্ডল বলেন, ‘হিরো আলমের বিরুদ্ধে নয়ন মণ্ডল ওরফে জুনিয়র মিশা মামলা করেছেন। আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।’

জুনিয়র মিশা রাইজিংবিডিকে বলেন, ‘‘হিরো আলমের ‘সাহসী হিরো আলম’ সিনেমায় খলনায়ক হিসেবে ১৫ হাজার টাকায় চুক্তিবদ্ধ হই। গাজীপুরে শুটিং করি। শুটিং শেষে ঢাকা ফেরার পথে আমাকে ৫০০ টাকা দিয়ে হিরো আলম বলেছিলেন, ‘বাকিটা পরে দেব।’ কিন্তু সে টাকা এখনো পরিশোধ করেননি।’’

জুনিয়র মিশ‌া জীবন নিয়ে শঙ্কায় আছেন জানিয়ে বলেন, ‘টাকা চাওয়ার কারণে হিরো আলম আমাকে শুটিংয়ের দা দিয়ে আঘাত করেছিলেন। কিল-ঘুষি মেরেছিলেন। গত ১৯ জুন এফডিসিতে মানববন্ধনে অংশ নিতে গিয়েছিলাম। সেখানেও আমাকে হিরো আলম লাঞ্ছিত করেন।’

‘সাহসী হিরো আলম’ সিনেমায় হিরো আলমের বিপরীতে অভিনয় করেছেন—সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। এছাড়াও অভিনয় করেছেন—আমির সিরাজী, তনু পাণ্ডে, রেহেনা জলি, নিরাঞ্জন গুলজার, কালা আজিজ প্রমুখ। এটি পরিচালনা করেছেন এ আর মুকুল নেতৃবাদি। গল্প লিখেছেন পিজি মোস্তফা। চিত্রনাট্য রচনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়