ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ঈদের দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৯, ১২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদের দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

‘২৫/২ কাঠমন্ডু ভ্যালি’ নাটকের দৃশ্য

বিনোদন ডেস্ক: বরাবরের মতো এবারো টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে তাদের অনুষ্ঠানমালা। ঈদুল আজহা উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ থাকে নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম হয়নি। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচারিত হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

এনটিভি

সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: প্রস্থান। পরিচালনা: বি ইউ শুভ। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবিন প্রমুখ। বেলা আড়াইটায় প্রচার হবে টেলিফিল্ম: কোরবানী। রচনা: আবির ফেরদৌস ও শহীদ উন নবী। পরিচালনা: শহীদ উন নবী। অভিনয়ে: সজল, মিশু সাব্বির, মৌসুমী হামিদ, অর্ষা, লুৎফর রহমান জর্জ, কচি খন্দকার, সাচ্চু প্রমুখ। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: বিহাইন্ড দ্য পাপ্পি। চিত্রনাট্য: তাসনীমূল তাজ, আল আমীন হাসান ও রেদওয়ান রনি। পরিচালনা: রেদওয়ান রনি। অভিনয়ে: মোশাররফ করিম, ফারুক আহমেদ, অপর্ণা ঘোষ, মৌসুমী হামিদ, মুকিত জাকারিয়া, জুঁই করিম, সুমন পাটোয়ারী প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: কুহক। রচনা: মেজবাহ উদ্দীন সুমন ও শিহাব শাহীন। পরিচালনা: শিহাব শাহীন। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, তানজিন তিশা, পলাশ, মিলি বাশার, আমিনুর রহমান বাচ্চু, সাবিহা জামান, জাহিদ প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: তোমার চোখে চেয়ে। রচনা ও পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: অপূর্ব, সাবিলা নূর, মিলি বাশার, মাসুদ হারুন, স্বর্ণলতা প্রমুখ। রাত ৯টা ২৫ মিনিটে প্রচার হবে একক নাটক: পাদুকা সমাচার। রচনা ও পরিচালনা: তৌকীর আহমেদ। অভিনয়ে: তৌকির আহমেদ, রওনক হাসান, নাজিয়া হক অর্ষা প্রমুখ। রাত ১১টা ১০মিনিটে প্রচার হবে একক নাটক: ভালোবাসার রঙ থাকে না। রচনা: মেজবাহ উদ্দীন সুমন। পরিচালনা: সাজ্জাদ সুমন। অভিনয়ে: আফরান নিশো, তানজিন তিশা, মিলি বাশার, তিনু করিম, সাবরিনা কানিজ সুকি প্রমুখ। রাত ১২টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: হার্টলেস। রচনা: এস এম সালাউদ্দিন। পরিচালনা: এ আর বেলাল। অভিনয়ে: ফারহান আহমেদ জোভান, তাসনিয়া ফারিন, শিল্পী সরকার অপু, আনোয়ার প্রমুখ।

মাছরাঙা

সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: ২৫/২ কাঠমন্ডু ভ্যালি। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: সকাল আহমেদ। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, প্রাণ রায়, নাবিলা ইসলাম, কল্যাণ কোরাইয়া প্রমুখ। রাত ৯টায় প্রচার হবে একক নাটক: ওয়াটার। রচনা: রুম্মান রশিদ খান। পরিচালনা: সীমান্ত সজল। অভিনয়ে: তারিক আনাম খান, সুমাইয়া শিমু, শর্মিলী আহমেদ প্রমুখ। রাত সাড়ে ১০টায় প্রচার হবে একক নাটক: কিডন্যাপ। রচনা ও পরিচালনা: শাহনেওয়াজ রিপন। অভিনয়ে: ইরফান সাজ্জাদ, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: লাস্ট গুডবাই। গল্প: সাফা কবির। চিত্রনাট্য ও পরিচালনা : মেহেদী হাসান জনি। অভিনয়ে: তৌসিফ, সাফা কবির প্রমুখ।

এটিএন বাংলা

সন্ধ্যা ৬টায় প্রচার হবে বিশেষ নাটক: ফাহিম দ্য গ্রেট ফাজিল-২। পরিচালনা: মেহেদী হাসান হৃদয়। অভিনয়ে: তৌসিফ মাহবুব, সাফা কবির। রাত সাড়ে ৭টায় প্রচার হবে ৯ পর্বের ধারাবাহিক নাটক: একটি ডির্ভোস এর জন্য। পরিচালনা: মোহন খান। অভিনয়ে: মম, সজল, ভাবনা, প্রাণ রায়, নাজিরা মৌ, সাবেরী আলম প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে খণ্ড নাটক: চুটকি ভান্ডার-৮। পরিচালনা: শামীম জামান। অভিনয়ে: আখম হাসান, এ্যানি খান, শামীম জামান, সাজু খাদেম, ফারজানা রিক্তা, তারিক স্বপন, অহনা, জামিল, জয়রাজ প্রমুখ

রাত সাড়ে ৮টায় প্রচার হবে বিশেষ নাটক: ‘............’। পরিচালনা: হানিফ সংকেত। রাত সাড়ে ৯টায় প্রচার হবে ৯ পর্বের ধারাবাহিক নাটক: লেকুর এভারেস্ট জয়। পরিচালনা: সকাল আহমেদ। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, রাইসুল ইসলাম আসাদ, নাবিলা, কল্যাণ, প্রাণ রায়, আজমেরী আশা প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে বিশেষ টেলিফিল্ম: রোদ দুপুরে হঠাৎ বৃষ্টি। রচনা: আসাদুজ্জামান সোহাগ। পরিচালনা: প্রতীক আহমেদ। অভিনয়ে: মৌসুমী হামিদ, নাঈম, নাদিয়া মীম, এস এন জনি প্রমুখ।

দীপ্ত টিভি

বিকাল ৫টায় প্রচার হবে একক নাটক: কাজল রেখার কোরবানি। রচনা ও পরিচালনা: মোস্তফা কামাল রাজ। অভিনয়ে: পূর্ণিমা, চঞ্চল চৌধুরী প্রমুখ। সন্ধ্যা ৬টায় প্রচার হবে একক নাটক: টেডি মোস্তফা। রচনা ও পরিচালনা: তারেক রহমান। অভিনয়ে: শাওন, শেহতাজ, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু। সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: ভাইজান। রচনা মমিনুল ইসলাম। পরিচালনা জাহিদ হাসান।     অভিনয়ে: জাহিদ হাসান, নাবিলা ইসলাম, আলীরাজ, সুমনা সুমা, তোফা হাসান, জামিলসহ অনেকে। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে বিদেশি ধারাবাহিক: সুলতান সুলেমান। রাত সাড়ে ৮টায় প্রচার হবে একক নাটক: মায়া। রচনা ও পরিচালনা: সুমন আনোয়ার। অভিনয়ে: অপূর্ব, তানজিন তিশা। রাত সাড়ে ৯টায় প্রচার হবে বিদেশি ধারাবাহিক: ফাতমাগুল। রাত ১১টায় প্রচার হবে একক নাটক: নো ওয়ে আউট। রচনা ও পরিচালনা: ইফতেখার আহমেদ ফাহমিদ। অভিনয়ে: সাফা কবির, জোভান।

বৈশাখী টিভি

সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: ঘরকা মুরগী ডাল বরাবর। গল্প: টিপু আলম মিলন। পরিচালনা: সকাল আহমেদ। অভিনয়ে: সজল, অর্ষা, নদী, সুজাত শিমুল, রাশেদ অপু, মিম, অনুশ্রী, সুচনা আজাদ, শিখা প্রমুখ। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে একক নাটক: হঠাৎ সেলিব্রেটি। গল্প: টিপু আলম মিলন। পরিচালনা: মিলন ভট্টাচার্য্য। অভিনয়ে: মিশু সাব্বির, সাকিরা সাবা, আব্দুল্লাহ রানা, তানজিব হাসান প্রমুখ। দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: আয়না মতি। অভিনয়ে: রওনক হাসান, অহনা, সাজু খাদেম, ফারজানা ছবি, আল মনসুর, আব্দুল হান্নান, শেলী আহসান, সঞ্জিৎ, শায়লা প্রমুখ। রচনা: জাকির হোসেন উজ্জ্বল। পরিচালনা এস এম শাহীন।

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: হিসাবের পাগল। রচনা ও পরিচালনা: শাহরিয়ার সুমন। অভিনয়ে: জাহিদ হাসান, ছন্দা, ঊর্মিলা শ্রাবন্তী কর, জামিল হোসেন, মামীম হাসান, হিমে হাফিজ, তারিক স্বপন, কাজল সুবর্ণ, প্রিমা প্রমুখ। রাত সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: মফিজের লাইফস্টাইল। রচনা: জাকির হোসেন উজ্জ্বল। পরিচালনা: এস এম শাহীন। অভিনয়ে: ফজলুর রহমান বাবু, নাদিয়া আহমেদ, ফারজানা ছবি, সানজিদা তন্ময়, বৃষ্টি ইসলাম, তাসনোভা তিশা, তানভীর মাসুদ, মিলন ভট্ট প্রমুখ। রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: ভাবীর দোকান-২। অভিনয়ে: রওনক হাসান, নাজিরা মৌ, রাশেদ সীমান্ত, রিমি করিম, টিটু প্রমুখ। গল্প: টিপু আলম মিলন। রচনা ও পরিচালনা: আকাশ রঞ্জন।

রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: জামাই বাজার। রচনা: টিপু আলম মিলন। পরিচালনা আল হাজেন। অভিনয়ে: অহনা, রাশেদ সীমান্ত, তানিয়া বৃষ্টি, শেলী আহসান, শফিক খান দিলু প্রমুখ। রাত সাড়ে ১০টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: লো প্রেসার। গল্প: টিপু আলম মিলন। পরিচালনা: আদিবাসী মিজান। অভিনয়ে: জাহিদ হাসান, ফারুক আহমেদ, নাবিলা ইসলাম, পাভেল, বাবর প্রমুখ। রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ভানুমতি ডটকম। রচনা ও পরিচালনা জিয়াউর রহমান জিয়া। অভিনয়ে: অপর্ণা ঘোষ, সাজু খাদেম, এ্যানি খান, আরফান, আমিরুল হক চৌধুরী, তারিক স্বপন,শফিক খান দিলু, নিমা রহমান প্রমুখ। রাত ১১টা ৪৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: লাল দালান। অভিনয়ে: আ ক ম হাসান, আরফান, জামিল, সুজাত শিমুল, বড়দা মিঠু, সবুজ, পাভেল, বাবর, কণ্ঠশিল্পী কাজী শুভ  প্রমুখ। রচনা ও পরিচালনা: আদিবাসী মিজান।

নাগরিক টিভি

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: বাকীর নাম ফাঁকি। রচনা ও পরিচালনা: সোহাগ কাজী। অভিনয়ে: মীর সাব্বির, অহনা, অলিউল হক রুমি, হায়দার আলী প্রমুখ। রাত ৭টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: এক্সফেল ফয়েজ। রচনা ও পরিচালনা: শামীম জামান। অভিনয়ে: আ খ ম হাসান, শামীম জামান, সাজু খাদেম, জামিল, অহনা, জয়রাজ, অরিন, মাহা, আল মুনসুরসহ অনেকে। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: গল্পের একমাত্র আগুন্তুক। পরিচালনা: সোহেল আরিয়ান। অভিনয়ে: আফরান নিশো, তিশা।

রাত ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: মিস্টার হেলানম্যান। রচনা ও পরিচালনা: আদিবাসী মিজান। অভিনয়ে: জাহিদ হাসান, আনিকা কবির শখ প্রমুখ। রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: তিন রাস্তার ভূত। চিত্রনাট্য ও পরিচালনা: তারিক মুহাম্মদ হাসান। অভিনয়ে: রিয়াজ, সারিকা, চম্পা, ডা. এজাজ, দিলু, কান, তারেক স্বপন প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক: সুইট সিক্সটিন। রচনা: টিকলি মাহমুদ। পরিচালনা: রাহাত মাহমুদ। অভিনয়ে: ইরফান সাজ্জাদ, জাহারা মিতু প্রমুখ।

 

রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়