RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ০৪ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ২০ ১৪২৭ ||  ১৬ রবিউস সানি ১৪৪২

সুশান্তকে বিশ্রামে থাকার পরামর্শ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৪, ১৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুশান্তকে বিশ্রামে থাকার পরামর্শ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মুম্বাই মিরর এই তথ্য জানিয়েছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, সুশান্ত বেশ কিছুদিন ধরে অসুস্থ। চিকিৎকসের পরামর্শে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে তিনি ডেঙ্গুতে আক্রান্ত। এই সপ্তাহে একটি অনুষ্ঠানে অংশ নিতে তার দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু চিকিৎসক তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

এর আগে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তবে পরবর্তী সময়ে সুস্থ হয়ে ওঠেন। ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের বায়োপিকে তার অভিনয় করার কথা ছিল। অসুস্থ হওয়ায় তা করতে পারেননি। পরবর্তী সময়ে সিনেমাটিতে তার পরিবর্তে পরিণীতি চোপড়াকে নেয়া হয়।

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সুশান্ত অভিনীত ড্রাইভ। এই সিনেমায় আরো অভিনয় করেন জ্যাকলিন ফার্নান্দেজ। তবে মোটেও সাড়া ফেলতে পারেনি। দিল বেচারা ও হলিউডের ফল্ট ইন আওয়ার স্টার্স সিনেমার হিন্দি রিমেকে দেখা যাবে এই অভিনেতাকে।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়