RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৮ জানুয়ারি ২০২১ ||  মাঘ ১৪ ১৪২৭ ||  ১৩ জমাদিউস সানি ১৪৪২

ফোক ফেস্টে 'বিশ্বসুন্দরী'

প্রকাশিত: ১৪:৩০, ১৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফোক ফেস্টে 'বিশ্বসুন্দরী'

রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে লোকসংগীতের উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট-২০১৯’। তিন দিনব্যাপী এ উৎসবে মাঠের সবুজ ঘাসের উপর স্থান পেয়েছে ‘বিশ্বসুন্দরী’ সিনেমার পোস্টার। প্রচারণার অংশ হিসেবে এ পোস্টার সাঁটানো হয় বলে জানা গেছে।

চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক সিয়াম। এ ছাড়া আরো অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, হীরা, দীপা খন্দকার, মনিরা মিঠু, সুজন ও সীমান্তসহ অনেকে।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’র কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।

এর আগে বৃহস্পতিবার ‘বিশ্বসুন্দরী’ সিনেমার একটি স্থির চিত্র প্রকাশ করেছেন পরীমনি। এরইমধ্যে যা নজর কেড়েছে চলচ্চিত্রপ্রেমীদের।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।


ঢাকা/রাহাত সাইফুল/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়