ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নুহাশ বললেন ভিন্ন কথা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ১৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নুহাশ বললেন ভিন্ন কথা

গতকাল বুধবার ছিল নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন। এইদিন রাতে অন্তর্জালে ছড়িয়ে পড়ে আরেকটি সংবাদ- হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন বিয়ে করেছেন। বৃহস্পতিবার সকালে পারিবারিক সূত্রে গুলতেকিনের বিয়ের খবরটি নিশ্চিত হওয়া যায়। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফতাব আহমদকে বিয়ে করেছেন।

গুলতেকিনের বিয়ের সংবাদে অনেকেই আনন্দিত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার এই সিদ্ধান্তকে ‘সাহসি পদক্ষেপ’ উল্লেখ করে শুভকামনা জানিয়েছেন। বলা যায়, নতুন জীবন শুরু করায় প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন গুলতেকিন।

এদিকে বিভিন্ন গণমাধ্যমে বিয়ে প্রসঙ্গে হুমায়ূন-গুলতেকিনের প্রথম সন্তান নুহাশ হুমায়ূনকে উদ্ধৃত করে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেটি সঠিক নয় বলে জানিয়েছেন নুহাশ। ‘একটি গণমাধ্যমে নুহাশ বলেছেন’, উল্লেখ করে বলা হয়, ‘মায়ের এমন সিদ্ধান্তে আমরা অনেক খুশি হয়েছি।... বলতে গেলে মায়ের এমন সিদ্ধান্তে সবসময় তার পাশেই ছিলাম আমি। আমি নিজে থেকে মায়ের বিয়ে দিয়েছি। এখানে লুকানোর কিছু নেই।’

নুহাশ এই প্রতিবেদককে বলেন, ‘আমাকে কোট করে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা। আমি সংবাদমাধ্যমে এ প্রসঙ্গে কোনো কথা বলিনি। আপনারা জানেন, ব্যক্তিগত বিষয়ে কিছু বলার থাকলে আমি সামাজিক যোগাযোগমাধ্যমেই তা প্রকাশ করি।’

গুলতেকিনের বিয়ের সংবাদের পাশাপাশি একটি পারিবারিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে ঘরোয়া পরিবেশে  গুলতেকিন ও আফতাবের পাশে হাস্যোজ্জ্বল নুহাশকে দেখা গেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে নুহাশ বলেন, ‘এগুলো অত্যন্ত ব্যক্তিগত বিষয়। সুতরাং যারা আমার সঙ্গে কথা না বলেই আমাকে কোট করেছেন তারা সঠিক কাজ করেননি। তাছাড়া এ বিষয়ে আমার বলারও কিছু নেই। মনে রাখতে হবে, প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন রয়েছে।’

সম্প্রতি ঢাকাতেই আফতাব গুলতেকিনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রীর সঙ্গে আফতাব আহমদের বিচ্ছেদ হয় ১০ বছর আগে। অন্যদিকে হুমায়ূন আহমেদের সঙ্গে গুলতেকিনের বিচ্ছেদ হয় ২০০৩ সালে। বিচ্ছেদের পর গুলতেকিন সন্তানদের সঙ্গেই ছিলেন।


ঢাকা/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়