RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ০৪ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ২০ ১৪২৭ ||  ১৭ রবিউস সানি ১৪৪২

কৃতির পরিবর্তে অঙ্কিতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ২০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কৃতির পরিবর্তে অঙ্কিতা

অভিনেত্রী কৃতি খারবান্দা। অমিতাভ বচ্চন ও ইমরান হাশমির সঙ্গে চেহরে সিনেমায় চুক্তিবদ্ধ হন। এর শুটিংও শুরু করেন। কিন্তু এখন সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

কৃতির পরিবর্তে সিনেমাটিতে কে অভিনয় করবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। শোনা যাচ্ছে, জনপ্রিয় টিভি অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডেকে বেছে নিয়েছেন নির্মাতারা।

ভারতীয় টিভি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে বিশেষ খ্যাতি পেয়েছেন অঙ্কিতা। পিংকভিলা ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিনেত্রী নির্মাতাদের সঙ্গে দেখা করে চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন। শুধু তাই নয়, অভিনয়ের সম্মতিও জানিয়েছেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি।

কঙ্গনা রাণৌতের মণিকর্ণিকা: কুইন অব ঝাঁসি সিনেমার মাধ্যমে চলতি বছর বলিউডে অঙ্কিতার অভিষেক হয়েছে। টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর অভিনীত বাঘি-থ্রি সিনেমাতেও দেখা যাবে এই অভিনেত্রীকে।

এর আগে নির্মাতাদের সঙ্গে কৃতি খারবান্দার ঝামেলা বাঁধে। জানা যায়, শুটিং সেটে এই অভিনেত্রী বেশ উচ্চবাচ্য করেন। এতে নির্মাতারা বেশ বিরক্ত হন। পরবর্তী সময়ে দুই পক্ষের সমঝোতায় কৃতি সিনেমা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়