ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

না ফেরার দেশে বেদের মেয়ে জোসনা’র প্রযোজক পানু

প্রকাশিত: ০৪:৫৩, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
না ফেরার দেশে বেদের মেয়ে জোসনা’র প্রযোজক পানু

‘বেদের মেয়ে জোসনা’ সিনেমার প্রযোজক মতিউর রহমান পানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টা ২০ মিনিটে উত্তরায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে রাইজিংবিডিকে জানিয়েছেন পরিচালক অপূর্ব রানা।

অপূর্ব রানা বলেন, ‘মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।পরিচালক পানু দীর্ঘদিন ধরে নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।’

প্রযোজনার পাশাপাশি সিনেমা পরিচালনাও করেছেন মতিউর রহমান পানু। ১৯৭৯ সালে ‘হারানো মানিক’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ করেন। ১৯৯০-১৯৯১ সালে কলকাতায় ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমা নির্মাণ করেন। ২০০২ সালের শেষ দিকে এসে ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মাণ করেন ‘মনের মাঝে তুমি’।  এতে জুটি বেঁধে অভিনয় করেন রিয়াজ-পূর্ণিমা। তার ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা এটি। ২০০৫ সালে সালাউদ্দিন লাভলু পরিচালিত ‘মোল্লা বাড়ির বউ’ সিনেমাটিও তিনি প্রযোজনা করেন।

 

ঢাকা/রাহাত সাইফুল/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়