ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

নিরাপত্তাকর্মীদের মাঝে স্যানিটাইজার বিতরণ করল শিল্পী সমিতি

প্রকাশিত: ১৩:৫৭, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিরাপত্তাকর্মীদের মাঝে স্যানিটাইজার বিতরণ করল শিল্পী সমিতি

এর আগে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে হ্যান্ড গ্লাভস, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এবার নিরাপত্তাকর্মীদের মাঝে হ্যান্ড গ্লাভস-মাস্ক-সাবান বিতরণ করল সংগঠনটি।

এ প্রসঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান রাইজিংবিডিকে বলেন, ‘এফডিসির গেটে যারা আমাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত, তাদের মাঝে হ্যান্ড গ্লাভস-মাস্ক-সাবান বিতরণ করেছি। সারাদিন ওনারা অনেক কষ্ট করে থাকেন।’

জায়েদ খান আরো বলেন, ‘শিল্পীরা শুধু চলচ্চিত্রের পর্দায় কাজ করেন না, দেশের বিভিন্ন সংকটে জনসাধারণের পাশে থাকেন। বিভিন্নভাবে তাদের উৎসাহ ও সচেতন করে থাকেন। এর আগেও চলচ্চিত্র শিল্পী সমিতি ডেঙ্গু সচেতনতায় কাজ করেছে।’

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়