RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৩ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৯ ১৪২৭ ||  ০৮ জমাদিউস সানি ১৪৪২

বাগদান নিয়ে রানা দাগ্গুবতি যা বললেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ২৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বাগদান নিয়ে রানা দাগ্গুবতি যা বললেন

রানা দাগ্গুবতি ও মিহীকা বাজাজ

অভিনেতা রানা দাগ্গুবতি। সম্প্রতি মিহীকা বাজাজের সঙ্গে বাগদানের খবর জানিয়েছেন তিনি।

এদিকে লক্ষ্মী মাঞ্চুর সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে মিহীকাকে বিয়ের প্রস্তাব, বাগদান, বিয়ের আয়োজন নিয়ে কথা বলেছেন রানা দাগ্গুবতি । বাগদানের বিষয়ে তিনি বলেন, ‘এবারই প্রথম আমার মনে হয়েছে, আমাদের বিয়েটা জলদি করে ফেলা উচিত। সে হয়তো অন্য কিছু ভেবে রেখেছিল। যখন ভালো কিছু হয়েছে, আমি কোনো প্রশ্ন করিনি। শুধু স্রোতে গা ভাসিয়ে গেছি। আমি ভাষায় প্রকাশ করতে পারব না। তার সঙ্গে দেখা হওয়ার পর মনে হয়েছে, তাকে নিয়ে অনেকদিন কাটাতে পারব। এটি খুবই দ্রুত এবং সহজে ঘটে গেছে।’

মিহীকাকে বিয়ের প্রস্তাবে পরিবারের প্রতিক্রিয়া প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘তারা খুবই অবাক এবং খুশি হয়েছে। তারা অনেকদিন থেকেই এটি চাইছিলেন। মিহীকাও প্রথমে অবাক হয়, খুবই খুশি হয়েছে। আমি যখন তাকে ফোন করি, সে জানত আমি কোথায় আছি। তারপর সে আমার সঙ্গে দেখা করতে আসে। মনে আছে, আমি একসঙ্গে অনেক কথা বলেছিলাম। আমার কাছে, এটা গুরুত্বপূর্ণ ছিল। এটি ছিল অঙ্গীকার। তার সঙ্গে প্রথম দেখার পর থেকেই এই দিনের জন্য প্রস্তুত ছিলাম। সত্যিই, খুবই সহজ ছিল।’

গুঞ্জন উঠেছে, আগামী ডিসেম্বরের মধ্যেই বিয়ে করবেন তারা। বিয়ের আয়োজন জাঁকজমকপূর্ণ হবে কিনা জানতে চাইলে ‘বাহুবলি’ সিনেমাখ্যাত এই অভিনেতা বলেন, ‘বিশ্বের অবস্থার ওপর নির্ভর করছে। বিয়ে করার জন্য অদ্ভুত এক সময় পেয়েছি।’

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়