Risingbd Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ২৯ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১৩ ১৪২৮ ||  ২০ রবিউল আউয়াল ১৪৪৩

Risingbd Online Bangla News Portal

মাটির পাত্র তৈরিতে ব্যস্ত জ্যাকি শ্রফ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ২৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মাটির পাত্র তৈরিতে ব্যস্ত জ্যাকি শ্রফ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ। করোনা মহামারির এই সময়ে নিজের খামার বাড়িতে অবস্থান করছেন এই অভিনেতা। সেখানেই প্রকৃতির মাঝে অবসর যাপন করছেন তিনি।

আজ (২৯ মে) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন জ্যাকি। এতে দেখা যাচ্ছে, মাটির পাত্র তৈরিতে ব্যস্ত তিনি। তার পরনে নীল রঙের সাধারণ শার্ট ও সাদা পায়জামা। তার হাত-পা কর্দমাক্ত। ক্যাপশনে তিনি লিখেছে, মাটিকে জিজ্ঞাস করো, আজ সিকান্দার (আলেকজান্ডার) কোথায়?’

পরিবেশ নিয়ে বেশ সচেতন জ্যাকি শ্রফ। ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে প্রায়ই ভক্তদের গাছ লাগানোর নানা ছবি ও ভিডিও প্রকাশ করেন তিরি। পরিবেশ বিষয়ে সচেতনাতার জন্য তাকে ‘মারাঠি লিওনার্দো ডিক্যাপ্রিও’ বলা হয়।

গত বছর একটি বৃক্ষরোপন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জ্যাকি শ্রফ। বোম্বাইয়া ভাষায় তার সেই বক্তব্য পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এই অভিনেতা বলেন, ‘গাছ লাগিয়ে আমি হিন্দুস্তান অথবা দুনিয়ার কোনো উপকার করছি না। সবার কাজ গাছ লাগানো তাই লাগাও। যদি লাগাতে ইচ্ছা না হয় মরো গিয়ে। ওটাই হতে যাচ্ছে। আমাকে আমার নিজের সন্তান ও তার সন্তানের কথা ভাবতে হচ্ছে। আমার দাদা কবরে। আমার ভবিষ্যৎ প্রজন্ম তো আসবে। আমার টাইগারের সন্তান হবে, আপনাদেরও হবে। সবার টাইগার ঘরে রয়েছে। তাদের জন্যই আমার গাছ পালা রেখে যেতে হবে। তাই বোঝার চেষ্টা করুন— খাবার, পানি, বাতাস ঠিক থাকলে যে দূষণ রয়েছে তা এমনিতেই কমে যাবে।’

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়