ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মানববন্ধনে অচেনা মুখ, দাবি জায়েদ খানের

প্রকাশিত: ০২:৪২, ১৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মানববন্ধনে অচেনা মুখ, দাবি জায়েদ খানের

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে বাতিলকৃত শিল্পীবৃন্দ।

আজ (১৯ জুলাই) বেলা ১২টার দিকে বিএফডিসির প্রধান ফটকে এই মানববন্ধন করেন তারা। ১৮২ জন অভিনয়শিল্পীর ভোটাধিকার অন্যায়ভাবে কেড়ে নেওয়ার অভিযোগে এই মানববন্ধন করেন।

তবে শিল্পী নন, অপরিচিত লোক দিয়ে এই মানববন্ধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জায়েদ খান রাইজিংবিডিকে বলেন, ‘মানববন্ধনে অচেনা মুখ দেখবেন। তারা প্রকৃত শিল্পী হলে আপনারা চিনতেন। কেউ তাদের চিনছেন না। আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য বাইরের লোক দিয়ে এই মানববন্ধন করা হয়েছে।’

মানববন্ধনে বক্তারা জানান, শিল্পী সমিতি থেকে অন্যায়ভাবে সদস্যপদ বাদ দেওয়ার কারণে মিশা সওদাগর ও জায়েদ খানের পদত্যাগ দাবি করছেন তারা।

এর আগে গত ১৫ জুলাই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কট করে চলচ্চিত্রে ১৮ সংগঠন। এর কয়েক মাস আগে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরকে বয়কটের ঘোষণা দেওয়া হয়।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়