ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘বাবারা সব পারে’

প্রকাশিত: ০২:৪২, ২৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘বাবারা সব পারে’

‘বাবারা সব পারে’ নাটকের দৃশ্য

কয়েকদিন পরই ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে নির্মিত হচ্ছে নাটক, টেলিফিল্ম। এরই ধারাবাহিকতায় পরিচালক এস এম কামরুজ্জামান সাগর নির্মাণ করলেন ‘বাবারা সব পারে’ শিরোনামের একক নাটক।

পাপ্পু রাজ রচিত এ নাটকে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, শানেরাই দেবী শানু, স্বপ্নীল সাজ্জাদ প্রমুখ।

শহীদুজ্জামান সেলিম বলেন, ‘সাগরের সঙ্গে আমার পরিচয় দীর্ঘ দিনের। কিন্তু কখনো কাজ করা হয়নি। এবারই প্রথম তার সঙ্গে কাজ করলাম। আমি বরাবরই আমার কাজের ক্ষেত্রে গল্পকে প্রাধান্য দিয়ে থাকি। আর এ গল্পটি এক কথায় আমার কাছে চমৎকার লেগেছে। আমি অনেক তৃপ্তি পেয়েছি কাজটি করে।’

পরিচালক সাগর বলেন, ‘পৃথিবীর প্রতিটি সন্তানের জীবনে বাবার অবদান অপরিসীম। কখনো কখনো একজন বাবা তার সন্তানের জন্য এমন কিছু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হন, যা একমাত্র বাবার পক্ষেই সম্ভব। দুটি ভিন্ন সময়ের দুটি ভিন্ন বাবাকে বেশ ভালো উপস্থাপন করেছি। যা দর্শকদের পর্দায় ধরে রাখবে বলে আমার বিশ্বাস।’

ঈদুল আজহার অনুষ্ঠানমালায় বেসরকারি টেলিভিশন মাছরাঙ্গায় নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক সাগর।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়