Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৬ মে ২০২১ ||  বৈশাখ ২৩ ১৪২৮ ||  ২৩ রমজান ১৪৪২

‘আমার কি আর সেই বয়স আছে যে হুমকি দিমু’

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ২৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘আমার কি আর সেই বয়স আছে যে হুমকি দিমু’

মনোয়ার হোসেন ডিপজল

ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। চলচ্চিত্রের পর্দায় এ অভিনেতাকে নেতিবাচক ও ইতিবাচক দুই চরিত্রেই দেখা গেছে। তবে খল অভিনেতা হিসেবেই অধিক পরিচিত তিনি।

পর্দায় যেমনই থাকুক না কেন, বাস্তব জীবনে হিরোর ভূমিকায় দেখা গেছে তাকে। বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রভাবশালী এই অভিনেতার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন প্রযোজক জামাল পাটোয়ারী।

হত্যার হুমকির অভিযোগে আজ (২৭ জুলাই) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জিডি করেন জামাল পাটোয়ারী।

ডিপজল রাইজিংবিডিকে বলেন—কে রে ভাই এই জামাল পাটোয়ারী? আমি নামও শুনি নাই, চিনিও না। আমার এতো ঠ্যাকা পড়ে নাই ভাই, কাউরে খুইজ্যা বাইর কইর‌্যা গালাগালি করার। আর সেই সময়, বয়স কোনোটাই আমার নাই। এই পাটোয়ারী বইল্যা কোনো লোকরে চিনি না।

প্রশ্ন ছুড়ে দিয়ে ডিপজল বলেন—চিনলে আমি না করবো কেন? আমি কি পোলাপান? আমার কি আর সেই বয়স আছে যে হুমকি দিমু?

করোনা মহামারির শুরু থেকেই ডিপজল নানাভাবে চলচ্চিত্রের মানুষের পাশে দাঁড়িয়েছেন। অসহায় শিল্পী, কলাকুশলী, পরিচালক, টেকনিশিয়ানদের বরাবরই সহযোগিতা করেন তিনি। এমনকি চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর বিভিন্ন অনুষ্ঠানেও অনুদান দিয়ে থাকেন।

মনোয়ার হোসেন ডিপজল বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। সর্বশেষ পাঁচটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন এই প্রযোজক।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিং বিডি

সর্বশেষ

পাঠকপ্রিয়