ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কিংবদন্তি নায়িকাদের দুর্লভ ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কিংবদন্তি নায়িকাদের দুর্লভ ছবি ভাইরাল

একটি ফুটবল সামনে রেখে তিনদিক ঘিরে বসে ও দাঁড়িয়ে রয়েছেন হাস্যজ্জ্বল একঝাঁক তরুণী। ছবিটি পুরোনো। যে কারণে নষ্ট হয়ে গেছে প্রকৃত রং। কিন্তু এতো দিন পরেও ছবির আবেদন ফুরিয়ে যায়নি। কারণ এক ফ্রেমে এই ১২ তরুণী অন্য কেউ নন, তারা ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনয়শিল্পী। দুর্লভ ছবিটি এখন অন্তর্জালে ভাইরাল।

এই ছবির চিত্রগ্রাহকের নাম জানা যায়নি। তবে ছবির এক কোণে লেখা আছে জাহিদ বিন আজিজ। তিনি জানিয়েছেন— সামনের সারিতে বাঁ থেকে বসে আছেন অলিভিয়া, মিনু রহমান, আনোয়ারা, রানী সরকার, সুজাতা, রোজী সামাদ, ববিতা ও সুমিতা দেবী। পেছনের সারিতে দাঁড়িয়ে আছেন শাবানা, সুচন্দা, কবরী ও সুচরিতা।

জাহিদ বিন আজিজ জানান, ১৯৭৪ সালে বন্যা দুর্গতদের সাহায্যার্থে ঢাকা স্টেডিয়ামে চ্যারিটি ফুটবল ম্যাচে ছবিটি তোলা হয়। এ সময় তাদের সবার পরনে ছিল লাল পাড়ের হলুদ রঙের শাড়ি।

ছবিটি ফেসবুকসহ অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। ছবিটিতে প্রিয় নায়িকাদের একসঙ্গে দেখে নেটিজেনরা বিস্ময় প্রকাশ করেছেন। কৃষ্ণ বিশ্বাস নামে একজন লিখেছেন—‘একফ্রেমে এতো তারা দেখিনি আগে! মানুষের জন্য ভালোবাসায় তাঁরা ধন্য হয়েছে।’

অনুপম রায় নামে একজন লিখেছেন—‘অসাধারণ কালেকশন! বিশেষ করে তখনকার শিল্পীদের এরকম জাতীয় বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা ছিল।’

সত্তর দশকের স্মৃতিচারণ করে গোলাম কিবরিয়া নামে একজন লিখেছেন—‘পোলাপান বয়সে ইঁচড়েপাকা স্বভাবের কারণে চিত্রালী কিংবা পুর্বানীতে রঙিন ছবিসহ খবরটা পড়েছিলাম। এখনো দৃশ্যটি চোখের সামনে ভাসে।’

প্রিয় তারকাদের পুরোনো এই ছবি নেটিজেনদের স্মৃতি উসকে দিয়েছে। ছবিটি দেখে অনেকেই বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের কথা স্মরণ করছেন।  

ঢাকা/শান্ত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়