ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঈদের দ্বিতীয় দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১১, ২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঈদের দ্বিতীয় দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

বরাবরের মতো এবারো টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল আজহার অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ থাকে নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম নয়। কিন্তু করোনা সংকটের কারণে এই আয়োজন অনেকটা সীমিত। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দ্বিতীয় দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচার হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

এনটিভি
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মেষ রাশি’। রচনা ও পরিচালনায় আদিবাসী মিজান। অভিনয়ে জাহিদ হাসান, নাদিয়া আহমেদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, আরফান আহমেদ, সাজু খাদেম, মুনিরা মিঠু, সূচনা শিকদার প্রমুখ। রাত ৮টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘তোমার অপেক্ষায়’। রচনা সেজান নূর। পরিচালনায় বি ইউ শুভ। অভিনয়ে সালাহউদ্দীন লাভলু, ঊর্মিলা শ্রাবন্তী কর, নজরুল রাজ প্রমুখ।

রাত ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘টাম কাড’। রচনা বৃন্দাবন দাস। পরিচালনায় শামীম জামান। অভিনয়ে চঞ্চল চৌধুরী, আরফান, জয়রাজ, শামীম জামান, মৌসুমী হামিদ, পায়েলি পায়েল, শাহনাজ খুশি, আমানুল হক হেলাল, সঞ্জীব আহমেদ প্রমুখ। রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘অবুঝ মন’। রচনা ও পরিচালনা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, পায়েলি পায়েল প্রমুখ। রাত ১২টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘কুহক’। রচনা মেজবাহ উদ্দিন সুমন ও শিহাব শাহীন। পরিচালনায় শিহাব শাহীন। অভিনয়ে অপূর্ব, তানজিন তিশা, পলাশ, মিলি বাশার, সাবিহা জামান, জাহিদ প্রমুখ।

এটিএন বাংলা
রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘কথা শুনতে হবে’। রচনা ও পরিচালনা এস এ হক অলীক। অভিনয়ে তারিন জাহান, তৌকীর আহমেদ। রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধাারাবাহিক নাটক ‘নসু ভিলেন আসল ভিলেন’। বৃন্দাবন দাস রচিত এ নাটক পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয়ে অর্পণা ঘোষ, চঞ্চল চৌধুরী, তানজিকা, আরফান, শাহনাজ খুশি, আখম হাসান, ফজলুর রহমান বাবু প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম ‘বাতাসের ঘ্রাণ’। রচনা প্রসূন রহমান, পরিচালনা মাহফুজ আহমেদ। অভিনয়ে মাহফুজ আহমেদ, তারিন জাহান প্রমুখ।

মাছরাঙা
সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে টেলিফিল্ম ‘বাবারা সব পারে’। রচনা পাপ্পু রাজ, পরিচালনা এস এম কামরুজ্জামান সাগর। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, শানু। রাত ৯টায় প্রচার হবে একক নাটক ‘মন’। রচনা সাজিন আহমেদ, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে জোভান, প্রভা, মিশু সাব্বির প্রমুখ।

চ্যানেল আই
দুপুর আড়াইটায় প্রচার হবে টেলিফিল্ম ‘সুতোয় বাঁধা প্রজাপতি’। রচনা মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা সাজ্জাদ সুমন। অভিনয়ে নোবেল, শখ। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচার একক নাটক ‘ধাঁধার থেকেও জটিল তুমি’। রচনা সারওয়ার রেজা জিমি, পরিচালনা তুহিন হোসেন। অভিনয়ে জোভান, সাফা কবির প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘ভারপ্রাপ্ত হাজব্যান্ড’। পরিচালনা নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে সারিকা, এফ এস নাঈম।

বাংলাভিশন
দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘অপরূপা’। পরিচালনা সঞ্জয় সমাদ্দার। অভিনয়ে অপূর্ব, মেহজাবিন চৌধুরী। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘ওগো বধূ সুন্দরী’। রচনা জুয়েল এলিন, পরিচালনা শামস করিম। অভিনয়ে মোশাররফ করিম, হিমি। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে স্বল্প বিরতির নাটক। পরিচালনা করেছেন সাগর জাহান। রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘হঠাৎ বিয়ে’। পরিচালনা দয়াল সাহা। অভিনয়ে তাহসান, বিদ্যা সিনহা মীম। রাত সাড়ে ১১টায় প্রচার হবে একক নাটক ‘আ বিটার লাভ স্টোরি’। রচনা মোসাব্বির হোসেন মুয়ীদ, পরিচালনা মাবরুর রশীদ বান্নাহ্। অভিনয়ে তাহসান খান, সাফা কবির।

আরটিভি
বিকেল সাড়ে ৫টায় প্রচার হবে একক নাটক ‘অন ডিউটি’। পরিচালনা তারিকুজ্জামান। অভিনয়ে অপূর্ব, মৌসুমী হামিদ। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘হেলমেট’। রচনা তির্থক আহসন রুবেল, পরিচালনা প্রীতম আহমেদ। অভিনয়ে তিশা, প্রীতম আহমেদ। রাত ১০টায় প্রচার হবে একক নাটক ‘ভালো হইতে পয়সা লাগে না’। রচনা স্বরূপ চন্দ্র দে, পরিচালনা সঞ্জয় সমাদ্দার। অভিনয়ে অপূর্ব, তানজিন তিশা। রাত সাড়ে ১১টায় প্রচার হবে একক নাটক ‘কেন’। পরিচালনায় মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে আফরান নিশো, রুমানা ঈষিতা, মেহজাবিন চৌধুরী।

একুশে টেলিভিশন
রাত ৮টায় প্রচার হবে একক নাটক ‘হ্যালোজেনেশান’। পরিচালনা আশিকুর ইব্রাহিম। অভিনয়ে মোশাররফ করিম, অহনা রহমান প্রমুখ। রাত ১০টায় প্রচার হবে একক নাটক ‘ফিরে আসার গল্প’। রচনা রাজিব আহমেদ, পরিচালনা প্রতীক আহমেদ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবিন চৌধুরী প্রমুখ। রাত ১১টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘নুরুলদীনের একদিন’। রচনা মো. জিয়া, পরিচালনা শুভ্র খান। অভিনয়ে জাহিদ হাসান, দীপা খন্দকার প্রমুখ।

বৈশাখী টেলিভিশন
রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘ছোট ভাই’। গল্প টিপু আলম মিলন, পরিচালনা আল হাজেন। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, তানিয়া বৃষ্টি। রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বুড়া জামাই’। রোহান রুবেল ও হানিফ খানের পরিচালনায় এতে অভিনয় করেছেন জাহিদ হাসান ও কেয়া পায়েল প্রমুখ।

ঢাকা/শান্ত 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়