RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২০ ||  আশ্বিন ১৪ ১৪২৭ ||  ১১ সফর ১৪৪২

বদলে যাওয়া দাম্পত্য জীবনের গল্প বলবেন তারা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বদলে যাওয়া দাম্পত্য জীবনের গল্প বলবেন তারা

ফিসবোলে আটকে পড়া দুই মাছের মতোই যেন রুনা-শিহাবের জীবন। একই ঘেরাটোপে বন্দি। চার বছরের সংসার জীবনে এখন এতোই তিক্ততা ভর করেছে যে, পরস্পরের মুখ দেখতেও আপত্তি।

বিয়ের দায় অনেক মিটিয়েছে, এবার বিচ্ছেদের মাধ্যমে মুক্তি চায় রুনা-শিহাব। কিন্তু বিচ্ছেদের আগেই করোনা তাদেরকে একত্রে থাকতে বাধ্য করে। আর সেই বাধ্য সময়ে অবাধ্য দুই মানুষ পরস্পরকে নতুন করে চিনতে শুরু করে। বিপন্ন এই সময় এই দম্পতিকে এমন কিছু বিষয়ের  মুখোমুখি করে, যা আগে কখনো দেখেনি।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘বিপন্নবাস’। এতে রুনা-শিহাব চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম ও তাসনুভা তিশা।

এটি যৌথভাবে রচনা করেছেন আহমেদ খান হীরক ও সাগর শরিফুজ্জামান। পরিচালনা করেছেন শুভ্র খান। আগামীকাল (৬ আগস্ট) রাত ১১টা ৫ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হবে নাটকটি।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়