ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভাবনা নয় ‘নীতু’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ১১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভাবনা নয় ‘নীতু’

নীতু চরিত্রে আশনা হাবিব ভাবনা

নাকের গোড়ার দিক, দুই গালের অংশ বিশেষ ও কপালে কালচে দাগ বসে গেছে। দীর্ঘ সময় মাস্ক পরার কারণে অনেক চিকৎসকের মুখমণ্ডলে এমন দাগ দেখা যায়। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার মুখমণ্ডলেও এমন দাগ কেন বসেছে? খোঁজ নিতেই ভাবনা জানালেন—এসবই নীতু চরিত্রের জন্য।

মূল ঘটনা হলো, পরিচালক অনিমেষ আইচ নির্মাণ করছেন স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘মুখ আসমান’। এই চলচ্চিত্রে নীতু চরিত্র রূপায়ন করেছেন তিনি। নীতু একজন সংগ্রামী চিকিৎসক। যে করোনার এই দুঃসময়ে প্রথম সারিতে থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

গত ৯ আগস্ট নগরীর ধানমন্ডিতে শুরু হয় এ চলচ্চিত্রের শুটিং। শুটিংয়ের আগে মুখে মাস্কের দাগ ফেলার জন্য দীর্ঘ সময় বাসায় মাস্ক পরে থেকেছেন ভাবনা। তার ভাষায়—এ ধরনের চরিত্র রূপায়নের ক্ষেত্রে কোনোরকম ছাড় দেওয়া যায় না। এজন্য আগে থেকেই মাস্ক পরে মুখে দাগ বসিয়েছিলাম। যাতে চরিত্রটি পুরোপুরি বিশ্বাযোগ্য করে তুলতে পারি।

খুব শিগগির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এই চলচ্চিত্র।

ঢাকা/শান্ত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়