RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২০ ||  আশ্বিন ১৬ ১৪২৭ ||  ১৩ সফর ১৪৪২

‘কান্না থামাতে পারছি না’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ১৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘কান্না থামাতে পারছি না’

সিমার দুগাল, মালাইকা আরোরা

দীর্ঘ দিন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে মারা গেলেন ভারতীয় মডেল ও ফ্যাশন ডিজাইনার সিমার দুগাল। গতকাল (১২ আগস্ট) সকালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। ফিল্মিবিট এ খবর প্রকাশ করেছে।

ভারতের মডেংলিং দুনিয়ায় পরিচিত মুখ ছিলেন সিমার। বিয়ের পরেও তিনি র‌্যাম্পে হেঁটেছেন। তার মৃত্যুত শোকের ছায়া নেমেছে শোবিজ অঙ্গনে। বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা, শিল্পা শেঠি, শ্বেতা বচ্চনসহ অনেকে শোক প্রকাশ করেছেন।

মালাইকা আরোরা তার ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন—চোখের জলে ভেসে যাচ্ছে, কান্না থামাতে পারছি না। আমার বন্ধু, আমার অ্যাঞ্জেল, আমার শক্তি, মমতাময়ী সিমরান। তোমাকে ভালোবাসি। শান্তিতে ঘুমাও বন্ধু।

শ্বেতা বচ্চন লিখেছেন—এই খবর শুনে খুব দুঃখ পেলাম। শান্তিতে ঘুমাও সিমার।
 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়