ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিএফডিসিতে জাতীয় শোক দিবস পালন

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ১৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিএফডিসিতে জাতীয় শোক দিবস পালন

আজ ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় দিনটি।

বিএফডিসি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএফডিসি কর্তৃপক্ষ, প্রযোজক পরিবেশক সমিতি, পরিচালক সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন।

সকাল ১১টার দিকে এফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে শোকসভার আয়োজন করা হয়। এতে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।

বিএফডিসির ডিজিটাল কালার ল্যাবের সামনে চলচ্চিত্রের ১৮ সংগঠন আয়োজিত শোকসভায় প্রযোজক সমিতি, পরিচালক সমিতির নেতাকর্মীসহ চিত্রনায়ক শাকিব খান, মৌসুমী, ওমর সানী, অনন্ত জলিল, নিপুণ, অপু বিশ্বাস, সাইমন সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন। তার শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৮ সংগঠন শোকসভার মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।’

এছাড়া সব সংগঠনের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়