ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন শিল্পীরা

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ১৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন শিল্পীরা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়। তাঁর ৪৫তম শাহাদত বার্ষিকী। এ উপলক্ষে বিএফডিসি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

সকালে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে শিল্পী সমিতি। দুপুর ১টার দিকে আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিলকে সঙ্গে নিয়ে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল, সহ-সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক জায়েদ খান, অঞ্জনা, দিলারা, আলেক জান্ডার বো, মারুফ আকিব, জেসমিন, জয় চৌধুরীসহ চলচ্চিত্রের শিল্পীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এর পরে গণভোজের আয়োজন করা হয়।

এছাড়া সব সংগঠনের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়