ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনায় আক্রান্ত সংগীতশিল্পী এস আই টুটুল

প্রকাশিত: ১৫:৩৮, ২১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় আক্রান্ত সংগীতশিল্পী এস আই টুটুল

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল। তিন দিন আগে করোনা পরীক্ষা করানো হলে রেজাল্ট পজেটিভ আসে। এখন বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানান এই শিল্পী।

আজ (২১ আগস্ট) এস আই টুটুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন—তিন দিন আগে করোনা টেস্ট করিয়েছিলাম, টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে। এখন বাসায় আলাদা রুমে আইসোলেশনে আছি।

সবার কাছে দোয়া চেয়ে এই শিল্পী লিখেন—আল্লাহ পাকের এই পরীক্ষায় জানি না পাশ করবো কিনা! সবাই আমার জন্য দোয়া করবেন। আমার জানা-অজানা ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন।

তিনি আরো লিখেন—আপনাদের সবার উপর মহান প্রতিপালকের কাছ থেকে শান্তি ও রহমত নেমে আসুক। আমি আমার প্রতিটি নামাজে সবার জন্যই দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন।

নন্দিত এই শিল্পী অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন। চলচ্চিত্রে নিয়মিত প্লেব্যাক করছেন। বর্তমানে তার হাতে বেশ কিছু কাজ রয়েছে।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়