ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘করোনাকালে নারীর প্রতি সহিংসতা প্রকট হয়েছে’

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ১৭ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৭:০৭, ১৭ সেপ্টেম্বর ২০২০
‘করোনাকালে নারীর প্রতি সহিংসতা প্রকট হয়েছে’

করোনা মহামারির কারণে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত অনেক পরিবারের সদস্য কর্মহীন হয়ে পড়েছেন। আর এ সময়ে নারীর প্রতি সহিংসতা অনেকাংশে বেড়েছে। বিষয়টি নিয়ে ওভিসি নির্মাণ করেছেন জাফর শ্রাবণ।

সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানুষের জন্য ফাউন্ডেশনের ব্যানারে নির্মিত হয়েছে অনলাইন ভিডিও কনটেন্ট-জিজ্ঞাসা। আখিউজ্জামান মেননের গল্পে এটি নির্মাণের দায়িত্বে ছিল আরিক মিডিয়া লিমিটেড।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, ফজলুর রহমান বাবু, শিখা খাঁন মৌ ও আরিক ইসলাম তুর্ণ।

জাফর শ্রাবণ রাইজিংবিডিকে বলেন, ‘করোনাকালে নারীর প্রতি সহিংসতা আরো প্রকট হয়েছে। বিভিন্ন জরিপে দেখা গেছে, স্বাভাবিক সময়ের চাইতে করোনাকালে নারীদের প্রতি সহিংসতার মাত্রা বেড়েছে কয়েক গুণ। এই প্রেক্ষাপটকে উপজীব্য করে অনলাইন ভিডিওটি নির্মাণ করেছি।’

খুব শিগগির অনলাইনভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়