RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২০ ||  কার্তিক ৫ ১৪২৭ ||  ০৩ রবিউল আউয়াল ১৪৪২

অপু বিশ্বাসের মা আর নেই

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ১৮ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১১:০৮, ১৮ সেপ্টেম্বর ২০২০
অপু বিশ্বাসের মা আর নেই

মায়ের সঙ্গে অপু বিশ্বাস

মা হারালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১টা ৩৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অপুর মা শেফালি বিশ্বাস। রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন অপু বিশ্বাসের সহকারী সজল।

সম্প্রতি স্ট্রোক করলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় শেফালি বিশ্বাসকে। এরপর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে পানি জমেছে।

পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সজল জানান, মরদেহ নিয়ে বগুড়া যাওয়া হচ্ছে। সেখানেই শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

অপু বিশ্বাসের বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস। উপেন্দ্রনাথ বিশ্বাস-শেফালি বিশ্বাস দম্পতির তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। তাদের মধ্যে সবার ছোট অপু। আর এ অভিনেত্রীর সঙ্গে থাকতেন তার মা।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়