RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৪ অক্টোবর ২০২০ ||  কার্তিক ৯ ১৪২৭ ||  ০৭ রবিউল আউয়াল ১৪৪২

প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সুশান্ত-কৃতি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ১৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৪:৩৬, ১৯ সেপ্টেম্বর ২০২০
প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সুশান্ত-কৃতি

‘রাবতা’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও অভিনেত্রী কৃতি স্যানন। সেই সময় বলিপাড়ায় তাদের প্রেমের গুঞ্জনও চাউর হয়। তবে শেষ পর্যন্ত তা গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে।

তবে বলিউড অভিনেত্রী লিজা মালিক দাবি করেছেন, সুশান্ত ও কৃতির মধ্যে গভীর প্রেম ছিল এবং তারা সেটিতে অনেক সুখী ছিলেন।

এই অভিনেত্রী বলেন, ‘সুশান্তের সঙ্গে আমার দুই থেকে আড়াই বছর আগে দেখা হয়েছিল। তখন তিনি কৃতির সঙ্গে সম্পর্কে ছিলেন। বান্দ্রা ক্লাবে কৃতির জন্মদিনে দেখা হয়। সুশান্ত সবসময় উৎফুল্ল থাকতেন এবং সকলের সঙ্গে হাসিমুখে কথা বলতেন। আমাদের অনেক কমন ফ্রেন্ড আছে। তার মধ্যে মহেশ শেঠি একজন। সুশান্ত মজা করতে পছন্দ করেন। তার হাস্যরসবোধও চমৎকার। সবসময় কৌতুক করতেন এবং সবাইকে উৎফুল্ল রাখতেন।’

সুশান্ত-কৃতির প্রেম নিয়ে লিজা বলেন, ‘পাবলিক প্লেস বা জন্মদিনে আয়োজক সবসময় ব্যস্ত থাকেন। তাই কৃতিও অনেক ব্যস্ত ছিলেন। সুশান্তকে অনেক হাসি খুশি দেখেছি। তাদের দুজনকে খুবই খুশি দেখাচ্ছিল এবং অতিথিদের খুশি রাখার চেষ্টা করছিলেন। প্রেমের বিষয়টি চিৎকার করে জানানোর কিছু নেই, তাদের সম্পর্ক দেখেই সেটি স্পষ্ট বোঝা যাচ্ছিল। কেউ যদি মূল আয়োজকের সঙ্গে মিলে অতিথিদের দেখাশোনা করেন তাহলে বলার অপেক্ষা রাখে না তাদের মধ্যে কিছু একটা চলছে। তারা যতই বিষয়টি অস্বীকার করুক, তাদের মধ্যে সম্পর্ক ছিল।’

‘রাবতা’ সিনেমার শুটিং শুরুর পর থেকেই সুশান্ত ও কৃতির প্রেমের গুঞ্জন চাউর হয়। পরবর্তী সময়ে জানা যায়, তাদের ব্রেকআপ হয়েছে। যদিও প্রেমের বিষয় নিয়ে হ্যাঁ অথবা না কিছুই বলেননি সুশান্ত-কৃতি।

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়