RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ২৩ অক্টোবর ২০২০ ||  কার্তিক ৮ ১৪২৭ ||  ০৬ রবিউল আউয়াল ১৪৪২

প্রেমিকের সন্তানের মা হলেন জিজি হাদিদ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ২৪ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১২:২৯, ২৪ সেপ্টেম্বর ২০২০
প্রেমিকের সন্তানের মা হলেন জিজি হাদিদ

কন্যা সন্তানের মা হলেন মার্কিন ফ্যাশন মডেল জিজি হাদিদ। প্রেমিক জায়ান মালিকের সঙ্গে এটি তার প্রথম সন্তান।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে সন্তানের হাত ধরা একটি ছবি পোস্ট করে জায়ান লিখেছেন, ‘আমাদের কন্যা সন্তান সুস্থ ও সুন্দর অবস্থায় পৃথিবীতে এসেছে। আমার বর্তমান অনভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। এই ছোট মানুষটির প্রতি ভালোবাসা বোঝার ক্ষমতা আমার সাধ্যের বাইরে। তাকে পেয়ে আমি ধন্য, আমার বলতে পেরে গর্বিত এবং একসঙ্গে থাকতে পারছি এটাই সবচেয়ে সৌভাগ্যের।’

‘আই ডোন্ট ওয়ানা লিভ ফরএভার’, ‘ফিঙ্গারস’, ‘ফ্লেমস’র মতো জনিপ্রয় গানের শিল্পী জায়ান। ২০১৫ সালের ডিসেম্বরে জিজি হাদিদের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন তিনি। গত মে মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান জিজি। সেই সময় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন জনপ্রিয় এই মডেল। এরপর প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের ছবি পোস্ট করতেন জিজি।

এদিকে সন্তান হওয়ার খবর প্রকাশের পর অভিনন্দন বার্তায় ভাসছেন জিজি হাদিদ ও জায়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়