RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ৩০ অক্টোবর ২০২০ ||  কার্তিক ১৫ ১৪২৭ ||  ১২ রবিউল আউয়াল ১৪৪২

বধূ সাজে কেন শ্রীদেবী কন্যা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ২৪ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৭:৪১, ২৪ সেপ্টেম্বর ২০২০
বধূ সাজে কেন শ্রীদেবী কন্যা

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জানভি কাপুর। ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বধূ সাজে তার ছবি ভাইরাল হয়েছে।

এতে দেখা যায়, সি-গ্রিন রঙের লেহেঙ্গাতে জানভি। গলায় অলংকার। মাথায় টিকলি। স্বচ্ছ্ব ঘোমটার আড়ালে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলেছেন এই অভিনেত্রী।

ছবি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মনে জেগেছে নানা প্রশ্ন। কেন হঠাৎ বধূ সাজলেন জানভি? গোপনেই কি সাতপাকে বাঁধা পড়লেন তিনি?

মূলত, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার ব্রাইডাল কালেকশনের ফটোশুটে অংশ নিয়েছিলেন জানভি। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। পরে তা ভাইরাল হয়। ছবির ক্যাপশনে জানভি লিখেছেন, ‘আপনারা কি সানাইয়ের শব্দ শুনতে পাচ্ছেন নাকি শুধু আমিই পাচ্ছি। মনীশ মালহোত্রাীর নতুন কালেকশনের অংশ হতে পেরে খুবই আনন্দিত।’

জানভি অভিনীত সর্বশেষ সিনেমা ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’। বর্তমানে তার ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। ‘দোস্তানা টু’, ‘রুহি আফজা’ ও ‘তখত’ সিনেমায় দেখা যাবে তাকে।

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়